কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, মৃত ৫, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন সেনা

কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার এই নিয়ে আলাদা আলাদা ইস্যুতে রাস্তায় নামে আন্দোলনকারী এবং ছাত্রলীগের সমর্থকরা। সোমবারের মত মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। মঙ্গলবার, দিনভর চলা এই সংঘর্ষে, সন্ধ্যা পর্যন্ত অন্তত পাঁচজন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাংলাদেশজুড়ে ছাত্রলীগ এবং পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন মারা গিয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

error: Content is protected !!