ভোট পরবর্তী হিংসা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। এ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। ২০২১ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারে ধর্ষণ এবং ভোট পরর্বতী হিংসার ঘটনা ঘটে। এই মামলা শিলিগুড়ির বিশেষ সিবিআই আদালতে শুরু হয়েছিল। সে সময় সিবিআই জানায়, বাদী পক্ষকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সিবিআইয়ের আবেদনের ভিত্তিতেই মামলা স্থানান্তরের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। উচ্চ আদালত বলে, নোটিস দেওয়া সত্ত্বেও রাজ্য, অভিযোগকারী এবং অভিযুক্তরা আদালতে হাজির হয়নি। ৯ অগাস্ট এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে আবেদন জানায় অভিযুক্তরা। তাদের তরফে আইনজীবী এফ আই চৌধরি জানান, অভিযুক্তদের যখন নোটিস দেওয়া হয় তখন তারা হাজতে। এতে বিস্মিত হয়ে বিচারপতি ওকা সিবিআইকে প্রশ্ন করেন, “আপনারা যখন নোটিস দেন তখন অভিযুক্তরা জেলে?” সিবিআইয়ের আইনজীবী তাতে হ্যাঁ বলেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের যথাযথ নোটিশ দেওয়া হয়নি। তাই হাইকোর্টের আদেশ বাতিল করা হল। কারণ সিবিআই যখন নোটিশ দেয় তখন অভিযুক্তরা জেলবন্দি ছিল। নোটিশ তাদের বাড়ির ঠিকানায় দেওয়া হয়েছিল । এখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলেন যে কেউ জেলে থাকলে, তাকে নোটিশ জেল সুপারের মাধ্যমে দিতে হয়। কারণ সে তখন জেল সুপারের অধীনে রয়েছেন। নোটিশ কোনও আইন মেনে দেওয়া হয়নি। তাই হাইকোর্টের মামলা স্থানান্তরিত আদেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
Related Posts
হেমন্ত সোরেনের জামিন নাকচ হতেই ফের সক্রিয় ইডি, আবেদন সুপ্রিমকোর্টে
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের জামিন খারিজ করতে সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারই ইডির তরফে ঝাড়খণ্ড হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। এর পরে গত ১৩ […]
কুপওয়ারায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহিদ জওয়ান
জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় শনিবার সকালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই হয়েছে ৷ সেই লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত একজন সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন ৷ গত তিনদিনের মধ্যে কুপওয়ারা জেলায় এই নিয়ে দ্বিতীয়বার সেনা-জঙ্গি গুলির লড়াই হল । নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের […]
কিছু দল নিজেদের ব্যর্থতা লুকোতে সংসদকে ব্যবহার করে, বাজেটের আগে বিরোধীদের আক্রমণ মোদির
আজ থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এদিকে এই অধিবেশনে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কানওয়ার যাত্রাপথে সব খাবারের দোকানে মালিকের নাম প্রদর্শনের নির্দেশিকা নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। আর বিরোধীদের সেই আক্রমণের আগেই পালটা আক্রমণ শানিয়ে বসলেন নরেন্দ্র মোদি। আজ অধিবেশনের শুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি […]