লোকসভা ভোট ২০২৪ সালে বিজেপি উত্তর প্রদেশ সহ বহু রাজ্য়েই বড় ধাক্কা খেয়েছে। এদিকে, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে একটি গুঞ্জন। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর মধ্যে সংঘাত রয়েছে কি? এই প্রশ্ন তুলে বিস্তর জল্পনা উঠে আসছে। সেই জল্পনার মাঝেই দিল্লিতে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে হাজির ছিলেন, রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নড্ডারা। এদিনের বৈঠক চলাকালীন ছিল ‘মন কি বাত’ এর সম্প্রচার। বৈঠকের মাঝে সেই অনুষ্ঠানও শোনা হয়। এদিকে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকের টেবিলে মূলত, উঠে এসেছে লোকসভা ভোট ও বিধানসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ। এছাড়াও আগামী দিনে কী স্ট্র্যাটেজি থাকবে, তা নিয়েও চলে আলোচনা। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের রাজ্যসরকারের স্কিম নিয়ে আলোচনা এই বৈঠকের অঙ্গ। সামনেই মহারাষ্ট্র, হরিয়ানায় ভোট, তার অগে, এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, রাজ্যগুলিতে সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদী কথা বলেন। রাজ্যগুলির তরফে এক একটি ‘প্রেজেন্টেশন’ দেওয়া হয়। সেখানে তাদের প্রকল্প ও তার বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে বলে খবর। এছাড়াও এদিনের বৈঠকে আলাদা করে জায়গা করে নেয় ২০২৪ লোকসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ।
Related Posts
NSG-র নামে ভুয়ো অ্যাকাউন্ট, ১.৬৬ কোটির জরিমানা অ্যাক্সিস ব্যাংককে
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের এক শাখায়। তবে সময় মতো সেই ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এই অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকার বেআইনি লেনদেনও হয়েছে বিগত দিনে। এই আবহে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে ১.৬৬ কোটি টাকা জরিমানা করা হল অ্যাক্সিস ব্যাঙ্ককে। এই নিয়ে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স […]
যোগীর রাজ্য উত্তরপ্রদেশের হাসপাতালে মহিলাকে নগ্ন করে তাঁর গোপনাঙ্গে ড্রেসিং করছে ওয়ার্ড বয়, ভাইরাল ভিডিও!
লজ্জাজনক ঘটনা ঘটল যোগীর রাজ্য উত্তরপ্রদেশে। বাসতি এলাকার এক বেসরকারি হাসপাতালে মহিলাকে নগ্ন করে তাঁর গোপনাঙ্গে ড্রেসিং করছে ওয়ার্ড বয় বলে অভিযোগ। যা একেবারেই নিয়ম বিরুদ্ধ ঘটনা। অস্ত্রোপচারের পর মহিলা রোগীর পোশাক খুলে তাঁর গোপনাঙ্গে ড্রেসিং করছে একজন ওয়ার্ড বয়। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আর তখন থেকেই আওয়াজ উঠেছে এমন ঘটনার বিরুদ্ধে […]
রাজস্থানে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, মৃত ৯
গভীর রাতে রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়াড় জেলায়। মধ্যপ্রদেশের এক বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ডুঙ্গর গ্রামের বাসিন্দারা। অকলেরার কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির একটি ট্রাক সজোরে […]