সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নবান্ন অভিযান করবেন মঙ্গলবার। সামনে অন্তত কোনও রাজনৈতিক দলের কোনও নেতা থাকবেন না। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে একাধিকবার একথা বলেছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে সংগঠন। কিন্তু মঙ্গলবার মিছিল শুরু হতেই ছবি গেল বদলে। দেখা গেল, মিছিল শুরুর অন্যতম স্থান কলেজ স্কোয়ার থেকে জমায়েতের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং! অন্যদিকে, বিধানসভায় এসে বিরোধী দলনেতাও হুঁশিয়ারি দিলেন, আজকের অভিযানে ছাত্রদের গায়ে হাত পড়লে তাঁরা অবস্থানে বসবেন। অত্যাচার হলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করা হবে। আর এ থেকেই স্পষ্ট, এই নবান্ন অভিযানে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র আড়ালে আসলে বিজেপিই।
Related Posts
৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে ডাক নবান্নের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ই-মেল করে জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন। কিন্তু নবান্নের এই ই-মেলের পাল্টা মেলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই তাঁরা নবান্নে যাবেন। ‘জুনিয়র ডক্টর ফ্রন্ট’-এর তরফে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ৪টে […]
নিরাপত্তার জেরে ১৬৩ ধারা জারি থাকার পরেও ফুটবল সমর্থকদের জমায়েত, লাঠিচার্জ বিধাননগর পুলিশের
নিরাপত্তার জেরে যুবভারতী স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ১৬৩ ধারা জারি করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। তা সত্ত্বেও বিকেল হতেই একটু একটু করে ভিড় জমতে শুরু করে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ তো ছিলই, একই সঙ্গে ডুরান্ড ডার্বি বাতিলের ক্ষোভ প্রকাশ পেয়েছে চির-প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সমর্থকদের। তাতে যোগ দিয়েছেন মহামেডান সমর্থকরাও। আরজি কর কাণ্ডে […]
মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থল থেকে খোলা হল বাঁশ, সরল স্ট্যান্ড ফ্যান!
মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটানা আড়াই ঘণ্টা ধরে বৈঠক চলল নবান্নে। বুধবার সেই বৈঠকের পর যখন নবান্নে মিনিটস লেখার কাজ চলছে, তখন সল্টলেকের ধরনা মঞ্চের ছবিটা পাল্টাতে শুরু করেছে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকে জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থল থেকে আসতে আসতে ফাঁকা হচ্ছে মঞ্চ। খোলা হচ্ছে বাঁশ। সমস্ত স্ট্যান্ড ফ্যান সরে গেল। […]