আরজি করের ঘটনার প্রতিবাদে অনুদান ফেরানো পুজো কমিটিগুলিকে সম্মান জানাবে বিজেপি

আরজি করের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কিছু পুজো কমিটি সরকারি অনুদান না-নেওয়ার কথা ঘোষণা করেছে। বৃহস্পতিবারও একই কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি পুজো কমিটি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ধারণা, আগামীতে আরও কয়েকটি সর্বজনীন দুর্গাপুজোর আয়োজক কমিটি একই পথে হাঁটবে। পরিস্থিতি আঁচ করে ওই পুজো কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোকে সামনে রেখে বিজেপি নিজেদের সংগঠন ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতির অনুসরণে কয়েক বছর আগে পুজো কমিটিগুলোকে আর্থিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত বিজেপি নিয়েছিল। তবে তাতে বিশেষ সাড়া মেলেনি। সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ছাড়া শহরের অন্য কোনও পুজো কমিটিতে নিজেদের আধিপত্য তেমন কায়েম করতে পারেনি গেরুয়া শিবির। এমনকী, জেলাগুলোতেও বিজেপির ‘পুজো দখলের’ চেষ্টা মুখ থুবড়ে পড়েছে। তবে এ বছর আরজি করের ঘটনার কারণে পরিস্থিতি অন্য রকম বলে বঙ্গ-বিজেপি নেতৃত্বের একাংশের অভিমত। কারণ, কয়েকটি পুজো কমিটি নিজে থেকেই রাজ্য সরকারের অনুদান না নেবার ঘোষণা করেছে।

error: Content is protected !!