আরজি করের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কিছু পুজো কমিটি সরকারি অনুদান না-নেওয়ার কথা ঘোষণা করেছে। বৃহস্পতিবারও একই কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি পুজো কমিটি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ধারণা, আগামীতে আরও কয়েকটি সর্বজনীন দুর্গাপুজোর আয়োজক কমিটি একই পথে হাঁটবে। পরিস্থিতি আঁচ করে ওই পুজো কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোকে সামনে রেখে বিজেপি নিজেদের সংগঠন ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতির অনুসরণে কয়েক বছর আগে পুজো কমিটিগুলোকে আর্থিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত বিজেপি নিয়েছিল। তবে তাতে বিশেষ সাড়া মেলেনি। সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ছাড়া শহরের অন্য কোনও পুজো কমিটিতে নিজেদের আধিপত্য তেমন কায়েম করতে পারেনি গেরুয়া শিবির। এমনকী, জেলাগুলোতেও বিজেপির ‘পুজো দখলের’ চেষ্টা মুখ থুবড়ে পড়েছে। তবে এ বছর আরজি করের ঘটনার কারণে পরিস্থিতি অন্য রকম বলে বঙ্গ-বিজেপি নেতৃত্বের একাংশের অভিমত। কারণ, কয়েকটি পুজো কমিটি নিজে থেকেই রাজ্য সরকারের অনুদান না নেবার ঘোষণা করেছে।
Related Posts
RG Kar কাণ্ডের জের, রাজ্যে হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৈরি নয়া পদ, দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা এবং পুলিশ আধিকারিকরা
আরজি কর কাণ্ডের জেরে রাজ্যের নতুন সিদ্ধান্ত। এবার থেকে সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা। ইতিমধ্যেই পুলিশ সুপারকে এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চারদিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, […]
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বেসমেন্ট ধোঁয়া!
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নীচে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। যে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বেসমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। এরপর বেসমেন্টে ঢুকে সার্চ অপারেশন চালাচ্ছেন দমকল কর্মীরা। ভিতরে কোনও অগ্নি […]
বাগুইআটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত ১
১৫ বছর আগে তৈরি হয়েছিল বাড়ি। কিন্তু, তারমধ্যেই বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছিল ফাটল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়িটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু, তার আগেই ঘটে গেল বড়সড় বিপদ। খাটে বসে টিভি দেখার সময় আচমকা কিশোরের ওপর ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ। তারফলে প্রাণ গেল ওই কিশোরের। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। […]