আরজি করের প্রতিবাদে এবার ‘শিক্ষারত্ন’ পুরস্কার ফেরালেন বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরাতে শুরু করেছেন শিক্ষক এবং নাট্যব্যক্তিত্বরা। সেই আবহে এবার রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরানোর কথা ঘোষণা করলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। বিজেপি বিধায়ককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। তবে আরজি করের প্রতিবাদে সেই পুরস্কার ফিরিয়ে দেন অরূপ কুমার দাস। 

error: Content is protected !!