জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড ব্রিটানিয়া কোম্পানি কলকাতায় তাঁদের কারখানা বন্ধ করেনি এবং বাংলা ছেড়ে যায়নি। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। এদিন সাংবাদিক সম্মেলনে অমিত মিত্র এও জানান, ‘ব্রিটানিয়ার এক্সিকিউটিভের ভাইস প্রেসিডেন্ট ঘণ্টা দুয়েক আগে বিদেশ থেকে ফোন করেছিলেন। উনি জানিয়েছেন, কারখান বন্ধ করার খবর ঠিক নয়। বাংলায় ব্রিটানিয়া কোম্পানি ছিল এবং থাকবে’। জানান, ‘কলকাতায় এলে কোম্পানিকে কী করে আরও শক্তিশালী করে তোলা যায়, তা নিয়ে সরকারের সঙ্গেও ওরা আলোচনা করতে চাইছে। ওদের রেজিস্টার্ড অফিস কলকাতায় আছে, থাকবে। শেয়ার হোল্ডার মিটিং কলকাতায় হত, আগামী দিনেও হবে’। বিস্কুট কোম্পানি হিসেবে সকলেই একডাকে চেনে। তবে স্রেফ বিস্কুটই নয়, দেশের অন্য়তম বড় খাবার প্রস্তুতকারী সংস্থাও ব্রিটানিয়া। তাদের তৃতীয় বৃহত্তম মার্কেট পশ্চিমবঙ্গ। তারাতলায় বন্দরের জমিতে তৈরি হয়েছিল ব্রিটানিয়া কারখানা। জমিটি নেওয়া হয়েছিল ৯৯ বছরের লিজে। পরে ২০১৮ সালে জমি লিজ আরও ৩০ বছর পর্যন্ত রিনিউ করা হয়। বস্তুত, তখন ব্রিটানিয়া কর্তৃপক্ষ বাংলায় নতুন করে ৩০০-৩৫০ কোটি টাকা বিনিয়োগের কথাও ভাবছে বলে শোনা গিয়েছিল। প্রসঙ্গত, তারাতলায় ব্রিটানিয়া বিস্কুট কারখানাটি ১০০ বছরের পুরানো। কিন্তু মে মাসের শুরু থেকেই উৎপাদন বন্ধ ছিল। এরপর গতকাল, সোমবার জানা যায়, বন্ধ হয়ে গিয়েছে কারখানা! তা অবশ্য স্পষ্ট নয়।
Related Posts
আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করল সিবিআই
সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তভারও গতকাল সিবিআই-কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালে রাজ্য সরকারের গঠিত সিটের পক্ষ থেকে সমস্ত নথি তুলে দেওয়া হল সিবিআইকে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার হাতে নথি দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি৷ গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আরজি করের আর্থিক অনিয়মে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বরাষ্ট্র […]
আরজিকর কাণ্ডে চিকিৎসকের গণধর্ষণের প্রমাণ মেলেনি, আদালতে জানাল সিবিআই
মঙ্গলবার শিয়ালদহ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় এখনও পর্যন্ত আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় কোন গণধর্ষণের প্রমাণ মেলেনি। এখনও পর্যন্ত একজনের( অভিযুক্ত সঞ্জয় রাই) বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে, গণ ধর্ষণের কোনও তথ্য মেলেনি। আজ শুনানির সময় সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারক, আপনার কাছে এমন কোনও তথ্যপ্রমাণ রয়েছে যাতে বলা যাবে যে এই […]
আরজি করের চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার হলের ভিডিও ভাইরাল? নেট সমাজের ‘বহিরাগত’ তত্ত্বের জবাব দিল কলকাতা পুলিশ
৪৩ সেকেন্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে এনে দাবি করা হল, আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার যে সেমিনার হল মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, ভিডিয়োটি সেই সেমিনার হলের। বঙ্গ নিউজ এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেখানে অত মানুষ কী ভাবে প্রবেশ করেছিলেন, তাঁদের মধ্যে […]