হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন স্টপেজ ছিল চুঁচুড়া স্টেশনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। এতেই স্তম্ভিত অফিস ফিরতি যাত্রীরা। পরে আবার সেই ট্রেনই ফিরে আসে । এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা। এই ট্রেনটি বর্ধমান সুপার নামে পরিচিত যাত্রীদের কাছে। হাওড়ার পর শ্রীরামপুর শেওড়াফুলি চন্দননগর ও চুঁচুড়ায় স্টপেজ থাকে। কিন্তু লোকাল ট্রেনের ড্রাইভার তা না করে হুগলি স্টেশনের দিকে নিয়ে যান । পরে সেই সেই সুপার চুঁচুড়া স্টেশনে ফের ফিরে আসে । এরপরই স্বস্তি ফেরে যাত্রীদের। এই ঘটনায় হতবাক অনেকেই । এটি চালকের ভুল নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,বিষয়টি শুনেছি। কী হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে।
Related Posts
পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো
আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। ডুয়ার্সের মাদারিহাট সংলগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতর থাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বাংলোটিতে মঙ্গলবার রাত ৯টা নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি সুদৃশ্য গোটা বাংলো। আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তাদের পক্ষে এত বড় মাপের আগুন […]
‘ভোট যাদের দিতে দেওয়া হয়নি’, তাদের নাম নথিভুক্ত করতে ওয়েবসাইট চালু করল শুভেন্দুর
সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছিলেন, যারা ভোট দিতে পারেনি তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ওই সমস্ত ভোটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই ঘোষণা মতোই পোর্টাল চালু করল বিজেপি। সোমবার রাতে […]
বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মঞ্চে শুভেন্দু অধিকারী
উত্তরবঙ্গের মালবাজারে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় উপস্থিত থাকলেন পাহাড়ের অন্যতম মুখ বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন বিজেপির দিকে গিয়েছে। এই কথা আগেই সামনে এসেছিল। এবার বিজেপির সভায় উপস্থিত থাকলেন বিমল গুরুং। তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল বিমল গুরুংয়ের। পাহাড়ে তিনি বিজেপিকে সমর্থন করছেন কী না। তাই নিয়ে জোর চর্চা […]