বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল

হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন স্টপেজ ছিল চুঁচুড়া স্টেশনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। এতেই স্তম্ভিত অফিস ফিরতি যাত্রীরা। পরে আবার সেই ট্রেনই ফিরে আসে । এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা। এই ট্রেনটি বর্ধমান সুপার নামে পরিচিত যাত্রীদের কাছে। হাওড়ার পর শ্রীরামপুর শেওড়াফুলি চন্দননগর ও চুঁচুড়ায় স্টপেজ থাকে। কিন্তু লোকাল ট্রেনের ড্রাইভার তা না করে হুগলি স্টেশনের দিকে নিয়ে যান । পরে সেই সেই সুপার চুঁচুড়া স্টেশনে ফের ফিরে আসে । এরপরই স্বস্তি ফেরে যাত্রীদের। এই ঘটনায় হতবাক অনেকেই । এটি চালকের ভুল নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,বিষয়টি শুনেছি। কী হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!