নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই 

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ সূত্রের খবর, জমা পড়া চার্জশিটে ১৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷ এই ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করে সিবিআই ৷ বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থান-এই সমস্ত রাজ্যের বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ বিহারে দায়ের হওয়া অভিযোগটি ছিল প্রশ্ন ফাঁস সংক্রান্ত ৷ বাকি ক্ষেত্রে যোগ্য প্রার্থীর বদলে অন্য কেউ পরীক্ষা দিয়েছেন বলে অভিযোগ ৷ এব বাইরে পরীক্ষা সংক্রান্ত আরও নানা গোলমাল হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত শুরু করার পর এই ৬টি এফআইআর দায়ের করে সিবিআই ৷ পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেফতারও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এবার চার্জশিট পেশ হল ৷ এমনিতেই এ বছর মে মাসে হওয়া নিট-ইউজি পরীক্ষার ফলাফল ঘিরে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে ৷ ফল প্রকাশের পর থেকেই দাবি উঠতে থাকে পরীক্ষায় অনিয়ম হয়েছে ৷ সিবিআই তদন্ত হয় ৷ পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলাও হয় ৷ তবে দীর্ঘ শুনানির পর পরীক্ষা বাতিল হবে না সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷ আদালতের পর্যবেক্ষণ ছিল, বিতর্কিত এই পরীক্ষায় এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় যে এই পরীক্ষার প্রশ্নপত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফাঁস হয়েছে ৷ এরই সঙ্গে কোনও বেনিয়ম হয়েছে কি না, তারও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ প্রধান বিচারপতি বলেন, “নিট-ইউজি 2024 পরীক্ষায় যে কোনও বেনিয়ম বা পদ্ধতি ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি হয়েছে, এমন কোনও তত্ত্বে উপনীত হওয়া যাচ্ছে না ৷”

error: Content is protected !!