নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আগামী ২৯ জুলাই তাঁকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নোটিস পাওয়ামাত্রই ম্যাথু জানিয়েছেন তিনি দেশের বাইরে। তাই হাজিরা দিতে পারবেন না। নারদ মামলার তদন্তে দীর্ঘদিন কোনও অগ্রগতি নেই। নিয়োগ দুর্নীতি, গরু পাচারের মতো কাণ্ডের তদন্তে ব্যস্ত ছিল সিবিআই। নারদ নিয়ে সাম্প্রতিক অতীতে শাসক-বিরোধী দুই শিবিরকেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের আগে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সিবিআই। তলব করা হয় ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু তিনি সেই তলব এড়িয়ে যান। এবার বেঙ্গালুরুর অফিসে ডাকা হল ম্যাথুকে। শোনা যাচ্ছে, তাঁকে নথি নিয়ে ২৯ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ম্যাথু জানিয়েছেন, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেই কারণে হাজিরা দিতে পারবেন না। পরবর্তীতে তলব করা হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
Related Posts
মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ খুললেন গণপিটুনি নিয়েও
রাত পোহালেই মহরম। অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন। রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শান্তি বজায় রাখতে প্রশাসনও কোমর বেঁধে তৈরি বলে জানিয়েছেন সদ্য় দায়িত্ব নেওয়া রাজীব কুমার। মুখ খুললেন গণপিটুনি, কুলতলির সুড়ঙ্গ উদ্ধার নিয়েও। ডিজির বললেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় […]
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে বিজেপির প্রতিনিধিদল
ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ রাজ্য়ে পরবর্তী হিংসার অনুসন্ধান করতে বিপ্লব দেবের নেতৃত্বে চার সাংসদ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল গঠন করেন সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার সল্টলেকে বিজেপির কোর কমিটির বৈঠক সেরে বেরিয়ে সেই প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ লোকসভা নির্বাচন শেষ হওয়ার […]
শান্তিপূর্ণ মিছিলে অস্ত্র নিয়ে ঢুকে অশান্তির আশঙ্কা! সল্টলেক স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ১৬৩ ধারা জারি করল পুলিশ
সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (ভারতীয় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার সমতুল) জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিসি অনীশ সরকার জানান, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে রবিবার বিকেল ৫টা থেকে আরজি […]