নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

নারদ কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আগামী ২৯ জুলাই তাঁকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নোটিস পাওয়ামাত্রই ম্যাথু জানিয়েছেন তিনি দেশের বাইরে। তাই হাজিরা দিতে পারবেন না। নারদ মামলার তদন্তে দীর্ঘদিন কোনও অগ্রগতি নেই। নিয়োগ দুর্নীতি, গরু পাচারের মতো কাণ্ডের তদন্তে ব্যস্ত ছিল সিবিআই। নারদ নিয়ে সাম্প্রতিক অতীতে শাসক-বিরোধী দুই শিবিরকেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের আগে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সিবিআই। তলব করা হয় ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু তিনি সেই তলব এড়িয়ে যান। এবার বেঙ্গালুরুর অফিসে ডাকা হল ম্যাথুকে। শোনা যাচ্ছে, তাঁকে নথি নিয়ে ২৯ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ম্যাথু জানিয়েছেন, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেই কারণে হাজিরা দিতে পারবেন না। পরবর্তীতে তলব করা হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

error: Content is protected !!