আর জি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে হেফাজতে নিল সিবিআই

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসক খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে হেফাজতে নিল সিবিআই। মঙ্গলবারই ওই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার পরই তদন্তভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ মেনে বুধবার সকাল ১০টার মধ্যে অভিযুক্তকেও তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। বুধবার সকালে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করে লালবাজার থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর ওই গাড়িতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। গোটা প্রক্রিয়ার সময় সঙ্গে ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা।সিবিআই সূত্রে খবর, বুধবারই ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হবে। এর পর শুরু হবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। একই সঙ্গে এদিন নিহত চিকিৎসকের মা – বাবাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। কথা হতে পারে তাঁর প্রেমিকের সঙ্গেও। এমনকী আরজি কর হাসপাতালে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখতে পারেন তদন্তকারীরা। এদিন লালবাজার থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত গোটা রাস্তায় সঞ্জয়ের মুখ ছিল ঢাকা। তবে শরীরি ভাষায় মোটের ওপর নিরুত্তাপ দেখিয়েছে তাঁকে।

error: Content is protected !!