লখনউয়ে স্কুলের মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু

স্কুলের মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯ বছরের এক শিশুর, নাম মানভি সিং। শনিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের মন্টফর্ট স্কুলে। শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্কুলের প্রিন্সিপালের দেওয়া বিবৃতি অনুযায়ী, খেলার সময়ে ৯ বছরের এক শিশু অজ্ঞান হয়ে পড়ে, তাকে তড়িঘড়ি নিকটবর্তী ফাতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির পরিবার তাকে অন্য হাসপাতালে নিয়ে যায়, সেখানেই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। 

error: Content is protected !!