একের পর এক গণপিটুনির ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে। তারই মধ্যে এবার সামনে এসেছে আড়িয়াদহ ঘটনার ভিডিয়ো। তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। যেখানে দেখা গিয়েছে, নির্মমভাবে এক নাবালকের গোপনাঙ্গ সাঁড়াশি দিয়ে চেপে ধরা হয়েছে। মারধর করা হয়েছে। এবার এই ইস্যুতে মুম্বই যাওয়ার আগে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচন প্রভাবিত করতেই পুরনো ভিডিয়ো সামনে আনা হয়েছিল বলে বিজেপির উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এদিকে আজ, বৃহস্পতিবার দুপুরে মুম্বই রওনা হওয়ার আগে বিমানবন্দরে আড়িয়াদহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশকেও। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন,‘উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনা ২০২১ সালের। যে ভিডিয়ো ঘিরে এত তোলপাড় চলছে সেটা পুরনো। সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিং। গোটা বিষয়টি যাচাই না করেই খবর ছড়ানো হচ্ছে। তিলকে তাল করে দেখানো হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই আড়িয়াদহের ঘটনায় ব্যবস্থা নিয়েছে। যারা দোষ করেছে তারা জেলে রয়েছে।’ অন্যদিকে আড়িয়াদহের মা–ছেলেকে মারধর করার ঘটনায় জয়ন্ত সিং ইতিমধ্যেই জেলে আছে। জেলে থাকাকালীনই ওই পুরনো ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। জয়ন্তর সাত শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ। আজ, বৃহস্পতিবার সকালেই জয়ন্তের ‘ডানহাত’ লাল্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আর কোনও খবর নেই। একটাই খবর। তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলি শান্তিপূর্ণ ভাবে ভোট দিল। একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ২৯ জন গ্রেফতার হয়েছে।’
Related Posts
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী ‘অযোধ্যার অবদেশ প্রসাদ’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের ফলাফল আগের থেকে ভালো হলেও তারা কেন্দ্রে সরকারে আসতে পারেনি। তবে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলকে। সূত্রের খবর, সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের তরফ থেকে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ […]
তৃণমূলের সংসদীয় কমিটি গঠন
ভোট মিটতেই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার বিকেলে কালীঘাটে এই বৈঠকে যোগ দেন হবু সাংসদরা। আন্দোলনের জোড় বাড়বে, এমনতাই এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভার নেতা হিসাবে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, উপ-দলনেতা হলেন কাকলি ঘোষ দস্তিদার। চিফ হুইপ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে রাজ্যসভার নেতা হিসাবে থাকছেন […]
আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলো, আঁধারে ভিক্টোরিয়ারও
গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন সকালে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। কলকাতা পুলিশের সিট এই ঘটনায় সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তভার নেওয়ার পর পুলিশের কাছ থেকে সিবিআই সঞ্জয়কে হেফাজতে নেয়। সিবিআই তদন্তভার নেওয়ার পর […]