বাংলার মানুষকে বঞ্চনা করে, বাংলাকে বঞ্চনা করে কোনওরকম পদক্ষেপ হলে তার তীব্র বিরোধিতা করা হবে- একথা আগেও বহুবার বলেছেন এবার ফের তার পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্ন সভাঘরে গঙ্গার জল নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেভাবে বাংলাকে অন্ধকারে রেখে একতরফা কেন্দ্রীয় সরকার চুক্তির দিকে এগিয়েছে তাতে ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন সভাঘরের বৈঠকের মাঝেই বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাকে বিক্রি করে দেওয়ার কোনওরকম চক্রান্ত হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। বাংলার মানুষকে বঞ্চনা করে বাংলার মানুষের ক্ষতি করে কোনও কিছু করা হলে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন হবে। সোমবারই এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, বাংলাদেশকে তিনি ভালবাসেন তাঁর সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে শেখ হাসিনার। কিন্তু বাংলাকে বঞ্চনা করে কোনও কাজ তিনি করবেন না। এ-প্রসঙ্গে বলতে গিয়ে তিস্তার জলবণ্টনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিস্তায় জল নেই। তারপরেও জল দেওয়ার কথা বলছে। নিজেরা কথা বলে সব ঠিক করে নিচ্ছে। আমাদের একবারও বলার প্রয়োজন মনে করছে না। কেন এ-বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে না সে-প্রশ্নও তুলেছেন তিনি। তিনি বলেন, বালুরঘাটের আত্রেয়ী, পুনর্ভবা নদীর জল কম। আসেই না প্রায়। কারণ বাংলাদেশ আত্রেয়ী নদীর উপর চিনকে দিয়ে ড্যাম বানিয়ে রেখেছে। তখন কেউ দেখে না। তিস্তার উপর ১৪টি হাইডেল পাওয়ার করেছে সিকিম। তখনও কেউ কিছু বলেনি। অথচ বাংলাকে বঞ্চনা করে জল দিতে বলছে। এসব বরদাস্ত করব না। মুখ্যমন্ত্রীর সংযোজন, আমি বন্ধুত্ব করতে চাই। কিন্তু বাংলাকে বিক্রি করে দিয়ে নই। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তব্য, উত্তরবঙ্গে বিজেপি জিতেছে বলে যা খুশি তাই করবে এটা চলতে পারে না। চিঠি পাঠিয়েছি। এরপরেও যদি এ-জিনিস চলতে থাকে গোটা বাংলা জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হব। তাঁর কথায়, মানুষই আমার কাছে শেষ কথা। এর বাইরে কিছু নেই।
Related Posts
এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে, আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা সুপ্রিমকোর্টের!
আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা […]
সায়ন্তিকাদের শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের একবগ্গা মনোভাবের জেরেই রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, “দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে রাষ্ট্রপতিতে চিঠি দিয়েছি।” বিমান বাবু আরও জানিয়েছে, “চিঠিতে সমস্ত বিষয় উল্লেখ করেছি। সেখানে আম্বেদকরের কিছু কথা […]
তৃণমূলের চাপের মুখে নতিস্বীকার, এনআইএ এসপি ডি আর সিংকে দিল্লিতে তলব
ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করার দাবি সামনে রেখে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে সোমবারের পর আজ মঙ্গলবারও দিল্লিতে ধর্নায় বসল তৃণমূল নেতৃত্ব। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস।তৃণমূলের যুবনেতা সুদীপ রাহাও রয়েছেন তাদের […]