আসানসোলে সেতু পেরোতে গিয়ে ভেসে গেল চালক সমেত গাড়ি, মৃত কোল ইন্ডিয়ার আধিকারিক

গাড়ি সমেত ভেসে গেলেন কোল ইন্ডিয়ার এক আধিকারিক৷ চোখের সামনে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন আসানসোলের কল্যাণপুরের বাসিন্দারা৷ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷ কোল ইন্ডিয়ার ওই আধিকারিক নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে৷ মৃত কোল ইন্ডিয়ার ওই আধিকারিক আসানসোলের ধাদকার সুগম পার্ক এলাকার বাসিন্দা৷ শুক্রবার রাতে অফিস থেকেই বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় কল্যাণপুরে গাড়ুই নদীর উপরে সেতু পার করার সময়ই দুর্ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি যখন কল্যাণপুর হাউজিং সেতুর কাছে পৌঁছয়, তখন সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছিল নদীর জল৷ গাড়ির চালক চঞ্চলবাবু সম্ভবত ভেবেছিলেন, বড় গাড়ি হওয়ায় সহজেই সেতু পেরিয়ে চলে যেতে পারবেন তিনি৷ কিন্তু জলের গভীরতা এবং প্রবল স্রোত আন্দাজ করতে পারেননি তিনি৷

error: Content is protected !!