প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতেই গলদ। তাও আবার খোদ তাঁর নিদের লোকসভা কেন্দ্র বারাণসীতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গলবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির উপর এড়ে এসে পড়ে একটি বস্তু। নেটিজেনদের মতে ওটি আর কিছু নয়, ওটি একটি হাওয়াই চপ্পল। বৃহস্পতিবার সেই ঘটনা নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে রাহুলের দাবি, ‘একবার দেশে যে ভয় জাগিয়েছিলেন মোদী, তা কেটে গিয়েছে।’ এদিন তিনি বলেন, ‘এখন দেশে কেউ তাঁকে ভয় পায় না। ৫৬ ইঞ্চির ছাতি এখন ৩২-৩৩ ইঞ্চি হয়ে গিয়েছে। বেলুন চুপসে গিয়েছে। ওঁর তো টেনশন হবেই। বারাণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না? লোকসভা ভোটের আগে এমনটা কল্পণা করা যেত?’ মঙ্গলবার সরকারি সর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বার প্রদানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার। সূত্রের খবর, মোদীর কনভয় বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে কেভি মন্দিরের দিকে যাচ্ছিল। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োটি। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন। মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়া ভিডিয়োটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করতে শুরু করেন। তাঁদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।
Related Posts
কেরলের ওয়েনাড়ে ভূমিধস বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদি
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। সেখানে ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধসে আক্রান্ত এলাকা এদিন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিধস ঘিরে গত ৩০ জুলাই থেকে করুণ পরিস্থিতি ওয়েনাড়ের চুরমালা, মুন্ডাক্কি, মেপ্পাডি এলাকায়। সেখানে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ৪০৩ টি দেহখণ্ডও উদ্ধার হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও ত্রাণের পদক্ষেপ নিয়েছে কেরল […]
সিবিআইয়ের হাতে থাকা ৭ হাজার মামলার বিচার ঝুলে, রিপোর্ট সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের
সিবিআইয়ের সাফল্যের হার কতটা? নতুন করে ফের একই প্রশ্ন তুলে দিল কেন্দ্রের রিপোর্টই। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত করা ৬ হাজার ৯০৩টি আর্থিক দুর্নীতির মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে ৩৬১টি মামলা ২০ বছরেরও বেশি পুরনো। পাশাপাশি, ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলার […]
উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, দুধের গাড়িতে ধাক্কা মেরে উলটে গেল বাস, মৃত ১৮ জন পরিযায়ী শ্রমিক
কাকভোরে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা! বিহার থেকে দিল্লি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জন পরিযায়ী শ্রমিকের। এছাড়াও, আহত হয়েছেন আরও ১৭ জন। আজ বুধবার ভোরে ভয়ঙ্কর এই বাস দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের উন্নাওয়ে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। পরিযায়ী শ্রমিক বোঝাই ডবল ডেকার বাসটি একটি ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে উলটে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা […]