আজ সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বিপর্যয় ঘটে। বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় ১ জনের। সেই দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে দাবি করেন, দুঘটনায় মৃত্যু হয়েছিল তিনজনের। পাশাপাশি তিনি এই দুর্ঘটনার জন্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন। অভিযোগ ওঠে, ভোটের আগে ঠিকঠাক ভাবে কাজ শেষ না হতেই তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাস ১-এর সম্প্রসারিত অংশের। আর এই দুর্ঘটনা নাকি সেটারই প্রতিফলন। তবে এবার সরকারের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, টার্মিনাসের যে অংশটি ভেঙে পড়ে, সেটি পুরনো নির্মাণ।
Related Posts
অগ্নিপথ নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, যুদ্ধের জন্য বাহিনীকে সবসময় ফিট রাখতেই এই প্রকল্প: মোদি
সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প ৷ এটি সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি দৃষ্টান্ত ৷ কার্গিল যুদ্ধ বিজয়ের ২৫ তম বার্ষিকীতে এভাবেই অগ্নিপথ নিয়ে বিতর্কের নিরসন করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, অগ্নিপথ প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, “অগ্নিপথের লক্ষ্য হল বাহিনীকে তরুণ করা…অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য […]
CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা আশঙ্কাজনক
CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। CPIM সূত্রে খবর, তিনি দিল্লির AIIMS হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ অগস্ট থেকে ইয়েচুরি ওই হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁকে ICU-তে রাখা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইয়েচুরিকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। দলের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ বছরের বাম নেতার […]
সংসদের যৌথ অধিবেশনে কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
বৃহস্পতিবার আম আদমি পার্টির সংসদ বয়কটের মধ্যেই অষ্টাদশ লোকসভার প্রাক্কালে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উভয় কক্ষে ভাষণের সময় অসম প্রসঙ্গ তুললেও, অগ্নিগর্ভ মণিপুর নিয়ে চুপই রইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের উভয় কক্ষে তাঁর ভাষণ উপস্থাপন দেন বৃহস্পতিবার। লোকসভ এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন। যথারীতি ভাষণে সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যে ভূয়সী প্রশংসা ও […]