বাগডোগরা থেকে দিল্লিগামী বিমানে বিপত্তি।দিল্লির উদ্দেশ্যে উড়ান শুরু করার পরেও কয়েক মিনিটের মধ্যেই বাগডোগরায় ফিরে এল বিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে পুনরায় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যদিও কোনও রকমের দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে বিমানটি। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একইসঙ্গে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। পরে অন্য বিমানে করে যাত্রীদের দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, স্পাইসজেটের বিমানটিতে ১৬০ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের নিয়ে সকাল ১০ঃ১৫ টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। কিন্তু, উড়ান শুরু করার মাত্র ৫ মিনিটের মধ্যেই দেখা দেয় বিপত্তি। বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তখন ত্রুটি লক্ষ করায় তড়িঘড়ি বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হলে পুনরায় বিমানটি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে। ঘটনায় যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছে বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বিমানটি অবতরণ করার পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। পরে বিমানটিতে কী সমস্যা হয়েছে তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, যাত্রীদের অন্য বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
Related Posts
অপ্রীতিকর ঘটনা এড়াতে শেষ দফার ভোটের পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী
শনিবার সপ্তম দফার মধ্যে দিয়ে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন। তবে ভোটপর্ব মিটলেও রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা। গণনার পরেও দুদিন রাজ্যে রেখে দেওয়া হবে বাহিনীকে, জানানো হয়েছে এমনটাই। মূলত, ভোট পরবর্তী হিংসা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হিংসার ঘটনা এড়াতে ভোটের […]
‘নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রীর মুখ’, শরিককে খুশি করতে ঘোষণা বিজেপির
কেন্দ্রে এনডিএ’র সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই কৌশলী ঘোষণা বিজেপির। বিহার বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল, ২০২৫ বিধানসভা নির্বাচনেও বিহারে এনডিএর মুখ হবেন নীতীশই। গেরুয়া শিবির একই সঙ্গে জোড়া বার্তা দিয়ে দিল। একে তো শরিককে খুশি করার চেষ্টা হল। একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হল, নীতীশ যদি কেন্দ্রে বড় কোনও পদের প্রত্যাশা করে থাকেন, তাহলে সেটা […]
তিরুপতির মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরি গোরুর চর্বি, মাছের তেল দিয়ে! চাঞ্চল্যকর ল্যাব রিপোর্ট
ইতিমধ্যেই তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরির ঘি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হত অত্যন্ত নিম্মামনের উপকরণ দিয়ে। শুধু তাই নয় এতে মেশানো হতো পশুর চর্বি। এমনই মারাত্মক অভিযোগ আনা হয়েছে। এবারে সেই লাড্ডুর ল্যাব রিপোর্টের স্ক্রিনশট দাবি করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। লাড্ডু পরীক্ষা দেখা গিয়েছে এর মধ্যে গরুর চর্বি, […]