পরবর্তী বিদেশসচিবের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সেখানে জানানো হয়েছে যে পরবর্তী বিদেশসচিব হতে চলেছেন বিক্রম মিশ্রি ৷ বর্তমানে তিনি সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন ৷ এখন ভারতের বিদেশসচিব বিনয় মোহন কাওত্রা ৷ চলতি বছরের মার্চে তাঁকে ছ’মাসের জন্য এক্সটেনশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই এক্সটেনশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নয়া বিদেশ সচিবের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিশ্রিকে পরবর্তী বিদেশসচিব হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে ৷ আগামী 15 জুলাই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন ৷ এই দায়িত্ব নেওয়ার জন্য সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ৷ ১৯৮৯ ব্যাচের এই আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) অফিসারের জন্ম শ্রীনগরে ৷ এর আগে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ চিন, স্পেন, মায়ানমারের মতো দেশে তিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ৷ ১৯৯৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরাল ও ২০১২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাইভেট সচিব হিসেবেও তিনি কাজ করেছেন ৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার সময়ও তিনি প্রাইভেট সচিব হিসেবে কাজ করেন ৷ ওই বছরই তিনি স্পেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন ৷ ২০২২ সালে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবে নিয়োগ করা হয় ৷ তার পর থেকে তিনি ওই দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ এবার তিনি হতে চলেছেন দেশের বিদেশসচিব ৷
Related Posts
হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত […]
ভোট থেকেই উত্তপ্ত মণিপুরে! এবার মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা
ভোটের পরেও ফের উত্তপ্ত মণিপুর। অশান্তির আগুন জ্বলছে দিকে দিকে। এবার সশস্ত্র জঙ্গিরা হামলা চালাল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের কনভয়ে। সোমবার উত্তর- পূর্বেই এই রাজ্যের কাংপোকপি জেলায় জাতীয় সড়ক ৩৭-এ সকাল সাড়ে দশটা নাগাদ জঙ্গিদের অতর্কিত হামলায় জখম হয়েছেন এক জন। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগেই অশান্ত হয়েছিল জিরিবাম জেলা। গত ৬ […]
প্রধানমন্ত্রী মোদি না এলেও তৃতীয়বার হিংসা বিধ্বস্ত মণিপুরে আসলেন রাহুল গান্ধি, শোনলেন তাঁদের দুর্দশার কথা
এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এখনও মণিপুরে যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল। জিরিবামে ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দুর্দশার কথা।সোমবার […]