ডোভালের ডেপুটি বিক্রম মিশ্রিকে বিদেশসচিব পদে নিয়োগ করল মোদি সরকারের

পরবর্তী বিদেশসচিবের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সেখানে জানানো হয়েছে যে পরবর্তী বিদেশসচিব হতে চলেছেন বিক্রম মিশ্রি ৷ বর্তমানে তিনি সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন ৷ এখন ভারতের বিদেশসচিব বিনয় মোহন কাওত্রা ৷ চলতি বছরের মার্চে তাঁকে ছ’মাসের জন্য এক্সটেনশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই এক্সটেনশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নয়া বিদেশ সচিবের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিশ্রিকে পরবর্তী বিদেশসচিব হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে ৷ আগামী 15 জুলাই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন ৷ এই দায়িত্ব নেওয়ার জন্য সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ৷ ১৯৮৯ ব্যাচের এই আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) অফিসারের জন্ম শ্রীনগরে ৷ এর আগে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ চিন, স্পেন, মায়ানমারের মতো দেশে তিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ৷ ১৯৯৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরাল ও ২০১২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাইভেট সচিব হিসেবেও তিনি কাজ করেছেন ৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার সময়ও তিনি প্রাইভেট সচিব হিসেবে কাজ করেন ৷ ওই বছরই তিনি স্পেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন ৷ ২০২২ সালে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবে নিয়োগ করা হয় ৷ তার পর থেকে তিনি ওই দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ এবার তিনি হতে চলেছেন দেশের বিদেশসচিব ৷

error: Content is protected !!