পুরুলিয়া জুড়েই শোরগোল পড়ে গিয়েছে ডাইনোসরের জীবাশ্ম নিয়ে৷ ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা ছোটনাগপুর মালভূমিতে পুরুলিয়ার অস্থি পাহাড়ে ডাইনোসরের জীবাশ্ম মিলেছে বলে দাবি করেছেন আনন্দমার্গীরা৷আর এই দাবির পরেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা জেলায়। এই দাবিকে ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়া জেলা জুড়ে।বলা হয় হিম যুগে ডাইনোসরের অস্তিত্ব ছিল এই এলাকায়। তাদেরই হাড় দিয়ে তৈরি এই পাহাড়, যা আজ অস্থি পাহাড় নামে পরিচিত। পাহাড়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশালাকার জীবাশ্ম। এগুলি বৃহদাকার সরীসৃপ জাতীয় মেরুদণ্ডী অবলুপ্ত ওই ডাইনোসরের পশ্চাৎ বা লেজের অংশ বলে দাবি আনন্দমার্গ প্রচারক সংঘের। এই নিয়ে শুরু হয়েছে
পুরুলিয়ায় ডাইনোসরের জীবাশ্ম!
