ডুরান্ড কলকাতায় ফেরাতে এক জোট তিন প্রধান

ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল করতে হয়েছে। ১৮ অগস্ট ম্যাচ হওয়ার কথা থাকলেও ঠিক তার একদিন আগে জানানো হয়, বাতিল হচ্ছে ম্যাচ। ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। শুধু ডার্বি বাতিল করে দেওয়া নয়, ডুরান্ড কাপে বাকি ম্যাচগুলো কলকাতা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এই বিষয়টা নিয়ে সরব হল তিন ক্লাব। তিন ক্লাব সাংবাদিক বৈঠকের পর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। ‘গত ডার্বি এখন অতীত। আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেনো কলকাতাতেই করা হয়।’ এরপর ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয় ডার্বি বাতিলের ঘটনা নিয়ে। বলা হয়, ডার্বির আগে পুলিশের পক্ষ থেকে ভয়াবহ ও ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানানো হয়। যদিও তিন ক্লাব জানিয়েছে তারা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে এবং শান্তিপূর্ণভাবে ম্যাচ আয়োজন নিশ্চিত করবে।

error: Content is protected !!