মঙ্গলবার সাত সকালে ED হানা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে। জানা গিয়েছে, প্রায় ৪০ জনের একটি টিম তল্লাশি শুরু করেছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। সিআরপিএফ ও বিএসএফকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দেগঙ্গার বেড়াচাঁপা কাউকে পাড়ার মোড়ের বাড়িতে ভোর থেকেই মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। বেড়াচাপার কাউকে পাড়ার একই বাড়িতে থাকেন মুকুল রহমান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ। মুকুল রহমানের পিজি রাইস মিলে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। প্রায় ৭ ঘণ্টা অতিক্রান্ত হতে চলেছে বিলাশবহুল বাড়ি সহ রাইস মিলের অফিসে এখনো তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাড়ির সামনে থাকা বিলাশবহুল দামি দামি গাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখনও তল্লাশি অব্যাহত।
Related Posts
ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের রেয়াত হোসেন সরকার, বরাহনগরে এগিয়ে সায়ন্তিকা ব্যানার্জি
লোকসভা ভোটের গণনা চলছে। বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত। এরই মধ্যে ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। ১৮ রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ১,০৭,০১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগম পেয়েছেন ৯১,৪০৩ ভোট। জয়ের ব্যাবধান ১৫,৬১৫। বিজেপি প্রার্থী ভাস্কর সরকার পেয়েছেন ১৭২৬৫ ভোট। এছানড়া উপনির্বাচন হয়েছে বরানগরেও। সেখানে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে লড়াই […]
নারী-অপরাধের তদন্তে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
আর জি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিমকোর্টে প্রশ্ন মুখে পুলিশের ভূমিকা। তদন্ত পদ্ধতি নিয়ে বার বার ভর্ৎসিত হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। মহিলা শিশু ও মহিলা সংক্রান্ত কোনও অপরাধ ঘটলে কী কী করতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে এই নির্দেশিকায়। আর জি কর কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে রাজ্য […]
কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, গেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতেও
কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা বাজার খানিক ক্ষণ আগেই কোচবিহার সার্কিট হাউস থেকে মদনমোহন মন্দিরের দিকে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছোটে চকচকার দিকে। সেখানেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি। যে বাড়িতে স্থানীয়রা ‘প্রাসাদ’ বলতে অভ্যস্ত। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অনন্ত অপেক্ষা […]