দেগঙ্গার রাইস মিলে ইডির হানা

মঙ্গলবার সাত সকালে ED হানা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে। জানা গিয়েছে, প্রায় ৪০ জনের একটি টিম তল্লাশি শুরু করেছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। সিআরপিএফ ও বিএসএফকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দেগঙ্গার বেড়াচাঁপা কাউকে পাড়ার মোড়ের বাড়িতে ভোর থেকেই মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে  দিয়ে। বেড়াচাপার কাউকে পাড়ার একই বাড়িতে থাকেন মুকুল রহমান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ। মুকুল রহমানের পিজি রাইস মিলে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। প্রায় ৭ ঘণ্টা অতিক্রান্ত হতে চলেছে বিলাশবহুল বাড়ি সহ রাইস মিলের অফিসে এখনো তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাড়ির সামনে থাকা বিলাশবহুল দামি দামি গাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখনও তল্লাশি অব্যাহত।

error: Content is protected !!