আন্তর্জাতিক আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ৪ ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। শনিবার সকালে কলকাতা ও শহরতলির ৪ ঠিকানায় পৌঁছে যান ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভারতের চিটফান্ডের টাকা বিদেশে পাচারে যুক্ত ওই ব্যবসায়ীরা। ভারত থেকে চিটফান্ডের কয়েক হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগের তদন্ত করছিল ইডি। ২০২১ সাল থেকে চলছে সেই তদন্ত। তদন্তে উঠে আসে কলকাতার একাধিক ব্যবসায়ীর নাম। তাদের মধ্যে ৪ জনের বাড়িতে বুধবার তল্লাশি চালাচ্ছে ইডি। আলিপুর, যাদবপুর, লেকটাউনে চলছে ইডির তল্লাশি। ইডি সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে বেআইনি চিটফান্ডের টাকা বিদেশে পাচার করতেন এই ব্যবসায়ীরা। তল্লাশি উপলক্ষে ব্যাপক কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা মোতায়েন করা হয়েছে ওই জায়গাগুলিতে। লোকসভা নির্বাচন মিটতেই ফের বিভিন্ন দুর্নীতির তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। লোকসভা ভোটের প্রচারে ‘দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড়া হবে না’ বলে গ্যারান্টি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে এরাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট নয় আদালত।
Related Posts
নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ইটের ঘায়ে দৃষ্টিশক্তি হারাতে পারেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী
নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইট এসে লেগেছিল কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়েও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন তিনি। কলকাতা পুলিশের ওই ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত । গতকাল, মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা […]
মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ মিনিবাসে আগুন
আজ সকালে বিরাটি- বিবাদী বাগ রুটের একটি মিনিবাস গন্ত্যব্যের দিকে যাচ্ছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে মহাজাতি সদনের সামনে বাসটি থেকে গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে। আগুন আতঙ্ক গ্রাস করে যাত্রীদের মধ্যে। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যান। ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশকর্মীরা। জানা গেছে, সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক অনুমান […]
টানা বৃষ্টিতে জলমগ্ন দমদম এয়ারপোর্ট, অব্যাহত বিমান পরিষেবা, ভাইরাল ভিডিও
টানা বৃষ্টিতে কলকাতা বিমানবন্দর জলমগ্ন। রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরের পার্কিং বে-তে জল জমে আছে। সারা রাত এবং ভোরের দিকে বৃষ্টির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়। তবে বিমানবন্দরের রানওয়েতে কোনও জল নেই। এই আবহে আপাতত কলকাতা থেকে বিমান পরিষেবা অব্যাহত আছে। এদিকে কলকাতা বিমানবন্দরের জলমগ্ন পরিস্থিতির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পরপর দাঁড়িয়ে […]