আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ৪ ব্যবসায়ীর ঠিকানায় ইডির তল্লাশি

আন্তর্জাতিক আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ৪ ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। শনিবার সকালে কলকাতা ও শহরতলির ৪ ঠিকানায় পৌঁছে যান ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভারতের চিটফান্ডের টাকা বিদেশে পাচারে যুক্ত ওই ব্যবসায়ীরা। ভারত থেকে চিটফান্ডের কয়েক হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগের তদন্ত করছিল ইডি। ২০২১ সাল থেকে চলছে সেই তদন্ত। তদন্তে উঠে আসে কলকাতার একাধিক ব্যবসায়ীর নাম। তাদের মধ্যে ৪ জনের বাড়িতে বুধবার তল্লাশি চালাচ্ছে ইডি। আলিপুর, যাদবপুর, লেকটাউনে চলছে ইডির তল্লাশি। ইডি সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে বেআইনি চিটফান্ডের টাকা বিদেশে পাচার করতেন এই ব্যবসায়ীরা। তল্লাশি উপলক্ষে ব্যাপক কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা মোতায়েন করা হয়েছে ওই জায়গাগুলিতে। লোকসভা নির্বাচন মিটতেই ফের বিভিন্ন দুর্নীতির তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। লোকসভা ভোটের প্রচারে ‘দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড়া হবে না’ বলে গ্যারান্টি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে এরাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট নয় আদালত।

error: Content is protected !!