ডোডায় জঙ্গি হামলার ২৪ ঘন্টা পার। এখনও চলছে সেনা-জঙ্গি এনকাউন্টার। ডোডার গভীর জঙ্গলে চার ঘন্টা ধরে চলে এনকাউন্টার। মঙ্গলবার রাতে কালাহান ভাটায় প্রথমে জোর সংঘর্ষ হয়। এরপর রাত দুটো নাগাদ ফের দেসার জঙ্গলে ফের একবার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই হয় জঙ্গিদের। যদিও এই এনকাউন্টারে হতাহতের কোনও খবর মেলেনি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায়। রাতের বেলা আর কোনও অপারেশন করেনি ভারতীয় সেনা। সকালে দিনের আলোয় ফের জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জঙ্গিরা এলাকায় লুকিয়ে আছে খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীর পুলিশ যুগ্মভাবে দেসার জঙ্গলের ৫৫ কিলোমিটার জুড়ে তল্লাশি অভিযান চালায়। এই এলাকায় আবহাওয়া যথেষ্ট প্রতিকূল। তবে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈস-ই-মহম্মদের বেশ কয়েকজন জঙ্গি এখানে লুকিয়ে রয়েছে বলে খবর মিলেছে। শুধু জঙ্গলে তল্লাশি নয়, হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তা নিয়েও জঙ্গিদের খোঁজ চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই এলাকায় পাকিস্তানী জঙ্গিদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশী জঙ্গিও লুকিয়ে রয়েছে।
Related Posts
মুম্বই থেকে হায়দরাবাদ চলছে গণপতি নিরঞ্জন, শহরজুড়ে কড়া নিরাপত্তা
আজ মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ ১০ দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷প্রতিবছর গণেশ […]
শুরু হল শেষ দফার ভোটগ্রহণ
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে। ১লা জুন ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে তিনি পদ্ম প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতেরও ভাগ্যপরীক্ষা এদিন। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় উত্তর কলকাতা, […]
কমছে শুল্ক, সস্তা হচ্ছে মোবাইল ফোন-চার্জার, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
মোবাইল ফোন, চার্জার, ক্যামেরা লেন্স-সহ একাধিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এ দিন কেন্দ্রীয় বাজেটে ২০ শতাংশ থেকে আমদানি শুল্ক ১৫ শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। মোবাইল ফোন প্রিন্টেড সার্কিট বোর্ড সংক্রান্ত পণ্যের দাম কমতে চলেছে দেশে। শুধু আমদানি শুল্ক কমানো নয়, পিএলআই বা প্রোডাকশন লিঙ্ক স্কিমের উপরও জোর দিয়েছে সরকার। ইতিমধ্যে […]