ডোডার জঙ্গলে এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই

ডোডায় জঙ্গি হামলার ২৪ ঘন্টা পার। এখনও চলছে সেনা-জঙ্গি এনকাউন্টার। ডোডার গভীর জঙ্গলে চার ঘন্টা ধরে চলে এনকাউন্টার। মঙ্গলবার রাতে কালাহান ভাটায় প্রথমে জোর সংঘর্ষ হয়। এরপর রাত দুটো নাগাদ ফের দেসার জঙ্গলে ফের একবার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই হয় জঙ্গিদের। যদিও এই এনকাউন্টারে হতাহতের কোনও খবর মেলেনি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায়। রাতের বেলা আর কোনও অপারেশন করেনি ভারতীয় সেনা। সকালে দিনের আলোয় ফের জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জঙ্গিরা এলাকায় লুকিয়ে আছে খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীর পুলিশ যুগ্মভাবে দেসার জঙ্গলের ৫৫ কিলোমিটার জুড়ে তল্লাশি অভিযান চালায়। এই এলাকায় আবহাওয়া যথেষ্ট প্রতিকূল। তবে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈস-ই-মহম্মদের বেশ কয়েকজন জঙ্গি এখানে লুকিয়ে রয়েছে বলে খবর মিলেছে। শুধু জঙ্গলে তল্লাশি নয়, হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তা নিয়েও জঙ্গিদের খোঁজ চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই এলাকায় পাকিস্তানী জঙ্গিদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশী জঙ্গিও লুকিয়ে রয়েছে। 

error: Content is protected !!