এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কী থেকে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে বলেই স্থানীয়দের দাবি। এদিন বিকেল চারটে নাগাদ বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তা দেখার পরই আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে যেতে থাকেন মানুষজন । যাঁরা যতটুকু পারেন তাঁরা তাঁদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিল্ডিং থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু এলাকা ঘিঞ্জি হওয়ায় যানজটের পরিস্থিতি তৈরি হয় । পার্শ্ববর্তী বিল্ডিং, ওলিগলি সমস্ত জায়গায় মানুষ ভিড় করে দাঁড়িয়ে পড়ে ৷ অন্যদিকে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা । যাতে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে না-পড়ে সেই চেষ্টাও দমকলের তরফে চালিয়ে যাওয়া হচ্ছে । কী কারণে কোথা থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয় । এই বিল্ডিংয়ে অনেকগুলি ওষুধের দোকান রয়েছে । পার্শ্ববর্তী বিল্ডিংয়ে থাকা ওষুধের দোকানের এক কর্মী পম্পা পাল বলেন, “ওই বিল্ডিংয়ে অনেক ওষুধের দোকান রয়েছে । অন্যান্য সামগ্রীও আছে । কালো ধোঁয়া বের হওয়ার আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি । কিছুক্ষণের মধ্যে দেখা যায় দমকলের কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছয় । আগুন নেভানোর কাজ চলছে ।”
Related Posts
নাগরিক মঞ্চের ধরনায় শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক
আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়-সোহিনী সরকার-সহ বিশিষ্টরা। রাত দশটা নাগাদ আচমকা সেই ধরনামঞ্চে চড়াও মত্ত যুবক। আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা প্রতিবাদীরা তাঁকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে। প্রত্যক্ষদর্শীদের মতে, যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা সেখানে আচমকাই ঢুকে […]
‘নবান্ন অভিযানের কোন অনুমতিই চাওয়া হয়নি, সম্পূর্ণ বেআইনি এই কর্মসূচি, কোন প্ররোচনায় পা দেবেন না’, বার্তা রাজ্য পুলিশের
আর জি কর কাণ্ডের সুবিচার, মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘অরাজনৈতিক’ সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, আসলে এটি অশান্তির ষড়যন্ত্র – এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসকদলের নেতাদের গলায়। এবার রাজ্য পুলিশের এই প্রতিবাদ মিছিলকে ‘বেআইনি’ বলে ঘোষণা করে […]
কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের নিরাপত্তা বাড়াল লালবাজার
কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের অফিসের নিরাপত্তা বাড়াল লালবাজার। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বাড়ানো হয়েছে পুলিশকর্মীর সংখ্যা। বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের টেন্টে অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। লালবাজারের প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ আধিকারিক রয়েছেন নিরাপত্তায় রয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সম্ভাবনা রয়েছে।