প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী৷ বাম আমলে দীর্ঘদিন রাজ্যের কারা এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ আজ সকাল ৬.৪০ মিনিটে এসএসকেএম হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে বিশ্বনাথ চৌধুরীর ক্যানসারের চিকিৎসা চলছিল৷ কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ টানা সম্ভব হচ্ছিল না তাঁর পরিবারের পক্ষে৷ এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বিশ্বনাথবাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন৷ গত ১৬ জুলাই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এল না।এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই।প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।’
Related Posts
‘শপথ নাকি অসাংবিধানিক’! এবার তৃণমূলের নতুন ২ বিধায়ক সায়ন্তিকা-রেয়াতকেই সরাসরি মেল রাজ্যপালের
অধ্যক্ষের কাছে শপথ নিয়ে সঙ্কটে দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার৷ সূত্রের খবর, রাজভবন চিঠি দিয়ে জানিয়েছে শপথ-অসংবিধানে তাঁদের হতে পারে ফাইনও৷ প্রসঙ্গত, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করান৷ এক্ষেত্রে, বিধানসভার রুল বুকের দু’নম্বর চ্যাপ্টারের ৫ নম্বর ধারা অনুসারে তাঁদের শপথ […]
মন্ত্রিসভায় রদবদলে সিলমোহর, অবশেষে ২৭ দিন পর ফাইলে সই করে ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন বিধায়ক জিতে সাংসদ হয়েছেন। তাই তাঁদের পদ খালি হয়েছে। আবার সদ্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী নেই। নতুন করে মোট ৬ জন বিধায়ক জিতে এসেছেন। তাই মন্ত্রিসভার রদবদল করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু […]
এসএসসি মামলায় ২০১৬-র সব চাকরি বাতিল, সুদ সমেত ফেরাতে হবে ৮ বছরের বেতন, বেনজির রায় হাইকোর্টের
এসএসসি নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! ২০১৬ নিযোগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় সাড়ে তিনমাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের […]