মহারাষ্ট্রের অম্বরনাথে কারখানা থেকে কেমিক্যাল গ্যাসে লিক, শহর জুড়ে আতঙ্ক

মহারাষ্ট্রের অম্বরনাথে একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গোটা শহরে ছড়িয়ে পড়েছে কেমিক্যাল গ্যাস। স্থানীয়দের দাবি, একটা ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে গোটা এলাকায়। গ্যাসের আচ্ছাদনের কারণে কিছু ভাল করে দেখা যাচ্ছে না, বাড়ির বাইরে বার হলেই গ্যাসের প্রকোপে চোখ-নাক-মুখ- গলা জ্বালা করছে। আতঙ্ক গ্রাস করেছে গোটা শহর মায় মহারাষ্ট্রকে, ফিরিয়ে আনছে ১৯৮৪ সালে ভোপালের গ্যাস দুর্ঘটনার স্মৃতি। বেশ কিছু ভিডিও অনলাইনে শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, যতদূর চোখ যায়, শহর যেন ধোঁয়াশায় মোড়া। রাস্তায় যাঁরা বার হয়েছেন, সবার নাক-মুখ ঢাকা। স্থানীয় সূত্রে খবর, গ্যাসের কারণে দৃশ্যমানতা নেমে গিয়েছে গোটা শহরে। তবে এখন-ও পর্যন্ত কেউ সেভাবে অসুস্থ হয়ে পড়েননি। প্রশাসন খতিয়ে দেখছে কীভাবে গ্যাস লিক করল। প্রয়োজন ছাড়া শহরবাসীকে রাস্তায় বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় বার হলেও নাক, মুখ ভাল করে ঢেকে রাখতে হবে।

error: Content is protected !!