নাতনিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে

প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। সম্পর্কে ওই ব্যক্তি নাবালিকার দাদু বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করলেও। প্রাণের ভয়ে নির্যাতিতা কিছুই বলতে পারেনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। তখন জানা যায় নাবালিকা অন্তঃসত্ত্বা। তখনই গোটা বিষয়টি পরিবারের সামনে আসে ৷ তখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানতে পারে পরিবার। এরপরেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও হদিশ মেলেনি বলে খবর পুলিশ সূত্রে।

error: Content is protected !!