পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। বুধবার সংসদে এই দাবি তোলেন তিনি। অনন্তের দাবি, পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি, অসাংবিধানিক। এই আবহে অমিত শাহের উদ্দেশে অনন্ত বলেন, ‘স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে, তা যেন শোধরানো হয়।’ এদিকে বিজেপির অপর এক রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, দল এই ইস্যুতে অনন্ত মহারাজের পাশে নেই। রাজ্য বিজেপির মুখপাত্র দাবি করেন, বাংলা ভাগের নীতিতে তাঁরা বিশ্বাস করেন না। উল্লেখ্য, ভোটের আগেও পৃথক কোচবিহার রাজ্য নিয়ে সরব হয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠেছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও ভোটের সময় সেভাবে বিজেপির কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। বরং পৃথক রাজ্যের দাবি তুলে দলের জন্যে বিড়ম্বনা বাড়িয়েছিলেন। এমনকী ভোটের আবহে অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতেও চলে গিয়েছিলেন। রাজ্যসভায় সাংসদ পদ ছাড়ার ‘হুঁশিয়ারিও’ দিয়েছিলেন অনন্ত। পরে শাহের সঙ্গে ফোনে কথা হয় অনন্তর। সেই সময় শাহ জানিয়ে দেন, কোচবিহার পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না। এত কিছুর মাঝে বিজেপি কোচবিহার আসনে হেরে যায়। এর নেপথ্যে অনন্ত মহারাজের ‘ক্ষোভ’ রয়েছে বলে মত অনেকের।
Related Posts
যোগী-কেশবের সংঘাত জল্পনার মাঝেই অবশেষে বিজেপির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি!
লোকসভা ভোট ২০২৪ সালে বিজেপি উত্তর প্রদেশ সহ বহু রাজ্য়েই বড় ধাক্কা খেয়েছে। এদিকে, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে একটি গুঞ্জন। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর মধ্যে সংঘাত রয়েছে কি? এই প্রশ্ন তুলে বিস্তর জল্পনা উঠে আসছে। সেই জল্পনার মাঝেই দিল্লিতে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন […]
মস্কো সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে ও শান্তি ফেরাতে যথাসাধ্য চেষ্টা করবে ভারত। ইতালিতে জি-৭ সম্মেলনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রথমে রাশিয়া ও পরে ইউক্রেন সফর করেন মোদি। দুই দেশে গিয়েই যুদ্ধ থামানোর ও শান্তি ফেরানোর কথা বলেছিলেন তিনি। তারপরেই দিন কয়েক আগে ইউক্রেনের সঙ্গে […]
কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে ফের মোদি সরকারকে বিশেষ বার্তা আমেরিকার
লোকসভা ভোটের মুখে আন্তর্জাতিক মহলের চাপে মোদি সরকার। আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ফের নয়াদিল্লিকে বিশেষ বার্তা দিল আমেরিকা। জার্মানির পর দু’দিন আগে কেজরিওয়াল ইস্যুতে মুখ খোলে ওয়াশিংটন। তারা জানায়, সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিচারের প্রক্রিয়া শেষ করুক নয়াদিল্লি। যদিও আমেরিকার এই বক্তব্যকে ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। এই বিবৃতির ২৪ ঘণ্টার […]