নৃশংস ঘটনার সাক্ষী বিহারের জনকপুর রোড রেল স্টেশনে। ট্রেনে বসার জায়গা নিয়ে বচসার জেরে রেল পুলিশ যুবকের পেটে একের পর এক লাঠির বাড়ি পড়তেই পেট ফেটে বেরিয়ে এল নাড়িভুঁড়ি। চারিদিক ভেসে যায় রক্তে। এমন ঘটনায় স্তম্ভিত যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বইগামী কর্মভূমি এক্সপ্রেস ধরতে গিয়েছিলেন মহম্মদ ফুকরান নামের এক যুবক। সেখানেই এমন ভয়ংকর কান্ড। বিহারের সীতামারিহ জেলায় বৃহস্পতিবার রাতে জনকপুর রোড রেল স্টেশনে মুম্বইগামী কর্মভূমি এক্সপ্রেস ঢুকতেই যাত্রীদের ভিড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সিট নিয়ে যাত্রীদের মধ্যে বচসা-হাতাহাতি বেঁধে যায়। ভিড় সামলাতে লাঠিচার্জ শুরু করে জিআরপি। দুই পুলিশকর্মীর লাঠির আঘাত গিয়ে পড়ে ফুকরানের পেটে। তখনই বেরিয়ে আসে নাড়িভুঁড়ি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুজাফ্ফরপুরের শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়েছিল ওই যুবকের। লাঠির বাড়ি পড়তেই সেলাই কেটে সেখান থেকে বেরিয়ে আসে নাড়িভুঁড়ি। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি ফুরকানকে নিয়ে ছুটছেন। পেছনে পেছনে লোকজনও দৌঁড়চ্ছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতেও শোনা যায়, “দেখুন, কেমন বেদম মারধর করেছে পুলিস।” ফুরকানের দাবি, তিনি বারবার তার পেটের অস্ত্রোপচারের কথা বলেছিলেন, কিন্তু জিআরপি কর্মীরা তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। প্রায় দুই বছর আগে ফুরকানের অন্ত্রের অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের জায়গায় লাঠির আঘাতের কারণে, তার পেট বাম পাশে খুলে যায় এবং অন্ত্র বেরিয়ে আসে। ঘটনার পর অশান্তি শুরু হয় স্টেশন চত্বরে। ইতিমধ্যেই ওই দুই জিআরপিকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
Related Posts
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুলিশের পুরোহিতের পোশাক বিতর্ক, কড়া নিন্দায় অখিলেশ
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুরোহিতের পোশাক পরে রয়েছে পুলিশ। এবার তা নিয়ে বিতর্ক চরমে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন, পুলিশ অফিসারদের এই পোশাক এই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের নিয়ম অনুসারে একজন পুলিশ কি পুরোহিতের পোশাক পরতে পারেন, প্রশ্ন তুললেন অখিলেশ। যারা এই নির্দেশ দিয়েছে […]
মুম্বই হোর্ডিং বিপর্যয়, গ্রেফতার মূল অভিযুক্ত
ঝড়ে হোর্ডিং ভেঙে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ভাবেশ ভিন্ডেকে গ্রেফতার করল পুলিশ । ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না । শেষমেশ বৃহস্পতিবার উদয়পুরের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পরই অনিচ্ছাকৃত হত্যা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের হওয়ার পর […]
গুজরাতের রাজকোটে গেমিং জোনের ৯৯ টাকার অফারই কাড়ল ৩৫ তরতাজা প্রাণ, ছিল না ফায়ার লাইসেন্সই, এক্সিট গেট মাত্র একটি
গুজরাটের রাজকোটে টিআরপি শপিং মলের অভ্যন্তরে একটি গেমিং জোনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০ শিশুও রয়েছে। ছিল না ফায়ার লাইসেন্সই, এক্সিট গেট মাত্র একটি। গুজরাত হাইকোর্ট এই ভয়ঙ্কর ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বিশেষ জজের বেঞ্চ গ্রীষ্মকালীন ছুটিতে সোমবার বসবে এবং এই মামলায় গৃহীত ভুল ও পদক্ষেপের জবাব চাইবে। […]