রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

 লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগে উত্তরবঙ্গবাসী।  বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একবার বাড়বে উত্তরে। ভারী থেকে অতি ভারী  এবং কোথাও কোথাও প্রবল বৃষ্টির সতর্কতা জারি।  প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায়।  এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি  কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার  জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। আরো একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে  কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে কাঁথি হয়ে বঙ্গোপসাগর পযর্ন্ত ছড়িয়ে পড়েছে। তার জেরেই বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়াগায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!