চলতি সপ্তাহে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে ৷ ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে ৷ পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যা দিঘার উপর দিয়ে গিয়ে দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পড়েছে। এই ফলে বঙ্গে আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।” বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে । এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।আগামিকাল দুই মেদিনীপুর, হাওড়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ এছাড়াও ১৬ তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । আজ দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানান পূর্বাঞ্চলীয় অধিকর্তা ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সমতলের তিনটি জেলা দুই দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মালদা ও দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ চলতি সপ্তাহের প্রতিদিনই রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি। বেশিরভাগ জেলায় ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজবে ৷
Related Posts
রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস, জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন
একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যে ৷ এই লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার খবর আসছে নবান্নে ৷ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর জলস্তরও বৃদ্ধির খবর আসছে ৷ আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে […]
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক! গ্রেফতার ৪
আরজি কর হাসপাতালের ভিতর যে জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদস্বরূপ বান্ধবীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাঙচুর চালানোর ছক ! এই অভিযোগে প্রেমিক যুগলকে গ্রেফতার করা হল ৷ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই প্রেমিক যুগল-সহ মোট চারজন । তাঁদের গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ । ধৃতদের নাম অরিজিৎ দে ও স্বাগত […]
বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা
বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷ এ দিনই আর জি কর কাণ্ডে […]