জোরকদমে প্রস্তুতি চলছে ২১ জুলাইয়ের সভার ৷ আগামিকাল রাজ্যের শাসকদলের মেগা জনসমাবেশ ৷ তারমধ্য়েই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবারও রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে । এটি উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে । মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ-ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে । তারপর উত্তর-পশ্চিম দিকে এগোবে । পুরীর কাছাকাছি ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে । নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব ও গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্ব দিকে ৷ ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি ।” আগামিকাল ২১ জুলাই রবিবার, ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই । তবে বারিধারায় ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা ৷ মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বত্র বৃষ্টির পূর্বাভাস । বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি-সহ কলকাতার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে । আজ শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে ।
Related Posts
হল না শপথ, বিধানসভাতেই ধরনায় দুই তৃণমূল বিধায়ক
রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান । এই দাবিতে বিধানসভা ভবনের সিঁড়িতে ধরনায় বসলেন দুই বিজয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার ৷ রাজ্যপালের নির্দেশমতো এদিন তাঁরা শপথ নিতে রাজভবনে যাননি ৷ বুধবার বেলা ১১টায় বিধানসভায় পৌঁছে যান এই দুই বিধায়ক ৷ তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, রাজ্যপাল রাজভবনে শপথের কথা বললেও যেহেতু তাঁদের […]
ফের হাসপাতালে মুখ্য়মন্ত্রী, হতে পারে অপারেশন
গত বুধবার দেখা গিয়েছিল নিউ টাউনের বেসরকারি হাসপাতালে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার ফের তাঁকে সেই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। জানা গিয়েছে, গত বুধবার তাঁর চোখে পরীক্ষা করা হয়। এরপর চিকিৎসকা অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো শুক্রবার তিনি ওই নার্সিংহোমে আবার যান। সূত্রের খবর, তাঁর চোখে ইমম্যাচিওরড ক্যাটারাক্ট বা অপরিণত ছানি হয়েছে। সেটাই অপারেশন করা […]
দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের, আরজিকর ইস্যুতে কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর
দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের। এক মাস সময় থাকতেই আরজি কর কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা জানিয়েছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একসঙ্গে একদিনে যে নবান্ন-লালবাজার-কালীঘাট অভিযানের কথা বলেছিলেন তিনি সেই অভিযানের দিনক্ষণও শীঘ্রই জানানো হবে। দুর্গাপুজোর দিনগুলিতে শহর কলকাতা ও জেলার সব বড় মণ্ডপের বাইরে বিশেষ ডিউটি পড়তে চলেছে বিজেপির নেতাকর্মীদের। পুজোর একমাস […]