পেট্রাপোলে বন্ধ বাণিজ্য, বাংলাদেশ থেকে মাছ আসছে না এপারে, লোকসান কোটি কোটি টাকার

বিগত কয়েকদিনে কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তাল হয়ে উঠেছে । গত বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে সেদেশে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। এই আবহে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা, পেট্রাপোল সীমান্তে রফতানি বন্ধ করা হয়েছে। আমদানিও প্রায় ‘না’-এর সমান। এর জেরে বাংলাদেশ থেকে মাছ আসছে না ভারতে। আর তাই কয়েক কোটি টাকার লোকসান হচ্ছে এপার বাংলার ব্যবসায়ীদের। উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতি দিন বিপুল পরিমাণে মাছ আমদানি করা হয় পশ্চিমবঙ্গে। রিপোর্টে দাবি করা হয়েছে, ট্যাংরা, ভেটকি, পাবদা সহ বিভিন্ন ধরনের প্রায় ১০০ টন মাছ রোজ বাংলাদেশ থেকে আমদানি করা হয় হাওড়ার মাছের বাজারে। তবে বিগত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের জেরে সেই মাছ আমদানি বন্ধ রয়েছে। আর এই পরিস্থিতিতে প্রতি দিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে এপার বাংলার মাছ ব্যবসায়ীদের। বাজারে মাছের টার পড়েছে।  এদিকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ। তাই অনলাইনে টাকা পাঠানো বা নতুন করে মাছের অর্ডারও দিতে পারছেন না এ দেশের মাছ ব্যবসায়ীরা। গতকাল থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করা হয়েছে। তবে তার আগে পর্যন্ত দু-তিনদিন সেভাবে কোনও গাড়ি বাংলাদেশ থেকে ভারতে আসতেও পারেনি। এর জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন এপার বাংলার মাছ ব্যবসায়ীরা। এদিকে পরবর্তীতে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা যাবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।   

error: Content is protected !!