বিগত কয়েকদিনে কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তাল হয়ে উঠেছে । গত বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে সেদেশে মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। এই আবহে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা, পেট্রাপোল সীমান্তে রফতানি বন্ধ করা হয়েছে। আমদানিও প্রায় ‘না’-এর সমান। এর জেরে বাংলাদেশ থেকে মাছ আসছে না ভারতে। আর তাই কয়েক কোটি টাকার লোকসান হচ্ছে এপার বাংলার ব্যবসায়ীদের। উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতি দিন বিপুল পরিমাণে মাছ আমদানি করা হয় পশ্চিমবঙ্গে। রিপোর্টে দাবি করা হয়েছে, ট্যাংরা, ভেটকি, পাবদা সহ বিভিন্ন ধরনের প্রায় ১০০ টন মাছ রোজ বাংলাদেশ থেকে আমদানি করা হয় হাওড়ার মাছের বাজারে। তবে বিগত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের জেরে সেই মাছ আমদানি বন্ধ রয়েছে। আর এই পরিস্থিতিতে প্রতি দিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে এপার বাংলার মাছ ব্যবসায়ীদের। বাজারে মাছের টার পড়েছে। এদিকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ। তাই অনলাইনে টাকা পাঠানো বা নতুন করে মাছের অর্ডারও দিতে পারছেন না এ দেশের মাছ ব্যবসায়ীরা। গতকাল থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করা হয়েছে। তবে তার আগে পর্যন্ত দু-তিনদিন সেভাবে কোনও গাড়ি বাংলাদেশ থেকে ভারতে আসতেও পারেনি। এর জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন এপার বাংলার মাছ ব্যবসায়ীরা। এদিকে পরবর্তীতে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা যাবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
Related Posts
তপশিলি জাতির ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্য, সুপ্রিমকোর্টের যুগান্তকারী রায়
তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজন বা ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্যগুলি। আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই যুগান্তকারী রায় দিল। দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ ৬-১ ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেন। […]
ওয়েনাডে জাতীয় বিপর্যয় হয়েছে, সংসদে দাবি করলেন রাহুল গান্ধি
ওয়েনাড বিপর্যয় দেখেছে। প্রচুর মানুষের হাহাকার শুনেছে। অনেক জীবন কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি ওয়েনাড ঘুরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা এসে কথা বলেছিলেন অসহায় মানুষের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। আর এবার ওয়েনাডের এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রর কাছে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে […]
কুনোয় ফের মৃত্যু নামিবিয়ার চিতা
কুনোর সবথেকে ‘ডেকরেটেড’ চিতা পবনের জলে ডুবে মৃত্যু হলো মঙ্গলবার। মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে থাকা ২৫টি চিতার মধ্যে একমাত্র পবনই মুক্ত জঙ্গলে বিচরণ করছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি নালার পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন টহলদার বনকর্মীরা। পরে প্রেস বিবৃতিতে জানানো হয়, জলে ডুবে মৃত্যু হয়েছে নামিবিয়ান ওই পুরুষ চিতার। ২০২২-এর ১৭ সেপ্টেম্বর, […]