বিজেপি সরকার বারবার বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে বলে অভিযোগ। এর আগে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মধ্যে ফের আর একবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করল মোদি সরকার। দেশের বিভিন্ন প্রান্তে ১২টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ২৮৬০২ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এই তালিকায় স্থান দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকেই পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম। আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন বারবার পশ্চিমবঙ্গকেই বঞ্চিত করছে মোদি সরকার? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়ে তোপ দেগেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর প্রশ্ন, ‘বাংলা তো একটা শিল্পোন্নত রাজ্য। এভাবে বাংলাকে বঞ্চিত করা হবে কেন? এই অধিকার মোদি সরকারকে কে দিয়েছে ? আমরা কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসাপরায়ণ মনোভাবের তীব্র নিন্দা করছি। বাংলার সঙ্গে এই পক্ষপাতদুষ্ট আচরণ মেনে নেবে না রাজ্যের মানুষ।’
Related Posts
কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে আটকে ২০০ তীর্থযাত্রী, উত্তরাখণ্ডে মৃত ৪
মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথে আটকে প্রায় ২০০ তীর্থযাত্রী। বুধবার উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে একটি বাড়ি ধসে, আহত হয়েছেন আরও ৯ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং স্থানীয় আধিকারিকদের ধসের উচ্চ সতর্কতা জারি করা করেছে। বুধবার উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে ওয়াকওয়ের প্রায় ৩০ মিটার ক্ষতিগ্রস্ত। হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে মন্দাকিনী […]
বদ্রীনাথেও পরাজিত বিজেপি, উপনির্বাচনে ভালো ফল কংগ্রেসের
উত্তরাখণ্ডে ফের খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। উপনির্বাচনে ভালো ফল করল কংগ্রেস। অন্যদিকে উপনির্বাচনে বড় ধাক্কা খেলা গেরুয়া। শনিবার উপনির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে যে বদ্রীনাথ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুতোলা। আর মাঙ্গলাউর বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন। বদ্রীনাথ আসনের লাখপত সিং বুতোলা এবার প্রথমবার লড়াইতে নেমেছিলেন। বিজেপির রাজেন্দ্র সিং […]
‘জনতা এখন INDIA জোটের পক্ষে’, উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া রাহুলের
৭টি রাজ্যের ১৩টি আসনের মধ্যে ১০টিতে জিতেছে ইন্ডিয়া জোট। এই বড়সড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘সাত রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রমাণ করছে, ভয় এবং বিভ্রান্তির যে পরিবেশ BJP তৈরি করেছিল, মানুষ তা চূর্ণ করে দিয়েছে।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘কৃষক, শ্রমিক, যুবক থেকে […]