দেশের বিভিন্ন রাজ্যের স্মার্ট সিটির জন্য কেন্দ্রে বরাদ্দ প্রায় ৩০ হাজার কোটি টাকা, তালিকা নেই বাংলার নাম

বিজেপি সরকার বারবার বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে বলে অভিযোগ। এর আগে একাধিক প্রকল্পের টাকা  আটকে রাখা নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মধ্যে ফের আর একবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করল মোদি সরকার। দেশের বিভিন্ন প্রান্তে ১২টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ২৮৬০২ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এই তালিকায় স্থান দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।  জানা গিয়েছে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকেই পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম। আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন বারবার পশ্চিমবঙ্গকেই বঞ্চিত করছে মোদি সরকার? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়ে তোপ দেগেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর প্রশ্ন, ‘বাংলা তো একটা শিল্পোন্নত রাজ্য। এভাবে বাংলাকে বঞ্চিত করা হবে কেন? এই অধিকার মোদি সরকারকে কে দিয়েছে ? আমরা কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসাপরায়ণ মনোভাবের তীব্র নিন্দা করছি। বাংলার সঙ্গে এই পক্ষপাতদুষ্ট আচরণ মেনে নেবে না রাজ্যের মানুষ।’

error: Content is protected !!