ফের রক্ত ঝরল মণিপুরে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ টহলদারির সময় প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। অসমের সীমান্তবর্তী জেলায় পুলিশকর্মী ও CRPF জওয়ানরা যৌথ ভাবে টহল দিচ্ছিলেন। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মণিপুরের জিরিরামে সশস্ত্র দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। ওই এলাকায় যৌথভাবে টহল দিচ্ছিলেন মণিপুর ও সিআরপিএফ জওয়ানরা। সশস্ত্র দুষ্কৃতীরা পুলিশ ও জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহিদ হন এক সিআরপিএফ জওয়ান।
Related Posts
লাদাখে চিন সীমান্তের কাছে নদী পারাপারের সময় হড়পা বানে ভেসে গিয়ে নিহত ৫ জওয়ান
লাদাখে সীমান্তের একেবারে কাছে টি-৭২ ট্যাঙ্ক সহ এক নদী পারাপারের সময় ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর উঠে এল। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, যাঁরা ভেসে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৪ জওয়ান ও একজন জুনিয়ার কমিশনড অফিসার। জানা গিয়েছে, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পরে জানানো হয়েছে, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। লাদাখে চিন সীমান্তের কাছে […]
ডোভালের ডেপুটি বিক্রম মিশ্রিকে বিদেশসচিব পদে নিয়োগ করল মোদি সরকারের
পরবর্তী বিদেশসচিবের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সেখানে জানানো হয়েছে যে পরবর্তী বিদেশসচিব হতে চলেছেন বিক্রম মিশ্রি ৷ বর্তমানে তিনি সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন ৷ এখন ভারতের বিদেশসচিব বিনয় মোহন কাওত্রা ৷ চলতি বছরের মার্চে তাঁকে ছ’মাসের জন্য এক্সটেনশন […]
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত দেড় লক্ষের বেশি মানুষ
ফুঁসছে ব্রহ্মপুত্র, টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর। বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে কেবল করিমগঞ্জেই ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় লক্ষের বেশি মানুষ। ১৩০০ একরের বেশি জমি জলের নিচে, ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি পশু। সবথেকে বেশি ক্ষতি হয়েছে করিমগঞ্জেই। সেখানকার বদরপুরে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে শিশু সহ ৫ জনের। তাঁরা হলেন রয়মুন নিশা(৫৫), […]