মণিপুরে টহলদারির সময় দুষ্কৃতী হামলা, শহিদ এক জওয়ান

ফের রক্ত ঝরল মণিপুরে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ টহলদারির সময় প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। অসমের সীমান্তবর্তী জেলায় পুলিশকর্মী ও CRPF জওয়ানরা যৌথ ভাবে টহল দিচ্ছিলেন। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মণিপুরের জিরিরামে সশস্ত্র দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। ওই এলাকায় যৌথভাবে টহল দিচ্ছিলেন মণিপুর ও সিআরপিএফ জওয়ানরা। সশস্ত্র দুষ্কৃতীরা পুলিশ ও জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহিদ হন এক সিআরপিএফ জওয়ান।

error: Content is protected !!