আরজি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল। চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবিতে আন্দোলনরত রয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আন্দোলন থেকেও মাঝেমধ্যে উঠছে পুলিশের বিরুদ্ধে স্লোগান। আর এর মধ্যেই জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া জুনিয়র চিকিৎসক এবং তাঁর পরিবারকে অতি তৎপরতার সঙ্গে উদ্ধার করে প্রাণে বাঁচাল পুলিশ। বুধবার সন্ধ্যাবেলায় ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলায় কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কে নেতুরা টোল প্লাজার কাছে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দু’টি যাত্রীবাহী মারুতি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি দূরপাল্লার পণ্যবাহী লরি। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় মারুতি দু’টি। একটি গাড়িতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক সৃষ্টি একতা ও তাঁর বাবা-সহ মোট চারজন ছিলেন। অপর একটি গাড়িতে আরও দু’জন ছিলেন।
Related Posts
বরানগরে বন্ধ ঘরের ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নববর্ষের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী বরানগর। একটি বাড়ি থেকে তিনজনের পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিরঞ্জন সেন নগর এলাকায় একটি বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)। আত্মহত্যা, নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বরানগর […]
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল […]
বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি
ভরদুপুরে বেলঘরিয়া এলাকায় শ্যুট আউট। এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এদিন আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা […]