শেষ পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুরু হল বহু প্রতীক্ষিত বৈঠক৷ এর আগে নবান্ন এবং গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বৈঠক না করেই ফিরে আসতে হয়েছিল জুনিয়র চিকিৎসকদের৷ তবে তৃতীয় বারের চেষ্টায় বরফ গলল৷ সূত্রের খবর, আজ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুরু হয়েছে রাজ্য সরকারের বৈঠক৷ আলোচনায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও৷ সন্ধে ৬.৪০ নাগাদ বৈঠক শুরু হয় বলে খবর৷ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তিরিশ জনের প্রতিনিধি দল এ দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে যেখানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রবেশ করেছেন৷ তবে এ দিনের বৈঠকের কার্যবিবরণী নথিভুক্ত করার জন্য দুজন স্টেনোগ্রাফারকে নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা৷ এখন দেখার, বৈঠক শুরু হলেও শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে তৈরি হওয়া অচলাবস্থা কাটে কি না৷
Related Posts
‘সত্য সামনে আসুক, রবিবারের মধ্যে ফাঁসি চাই’, দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আজ, শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে গ্রেফতার করল সিবিআই। এই আবহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা […]
ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী
চলতি সপ্তাহে আবারও ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার বাইক থেকে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে ৮০ ফুট নীচে পড়লেন এক বাইক আরোহী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন এক বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে আটটা নাগাদ। তিলজলা ট্রাফিক গার্ডের কাছে। বাইকটি ইএম বাইপাসের দিকে যাচ্ছিল। অন্য একটি বাইককে ওভারটেক […]
পাম অ্যাভিনিউর বাড়ি থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য, দেহ পৌঁছল পিস ওয়ার্ল্ডে
নিজের সব থেকে পছন্দের গৃহকোণ ছেড়ে চিরতরে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংরক্ষণের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। লাল পতাকায় ঢাকা বুদ্ধবাবুর দেহ ঘিরে সহযোদ্ধারা তুললেন, ‘অমর রহে’ স্লোগান। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেননি তিনি। মৃত্যুর […]