রাজ্যের মুখ্যসচিব ই মেল করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আজ সন্ধে ছটায় নবান্নে গিয়ে আলোচনায় বসতে অনুরোধ করছিলেন৷ নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিলেন, আলোচনায় তাঁরা যেতে রাজি হলেও তাঁদের চারটি শর্ত মানতে হবে৷ এই শর্তগুলির মধ্যে অন্যতম যে পাঁচ দফা মূল দাবির ভিত্তিতে তাঁরা আন্দোলন চালাচ্ছে, আজকের আলোচনা সেগুলির উপর ভিত্তি করেই হতে হবে৷ পাশাপাশি, তাঁদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বৈঠকে উপস্থিত থাকতে হবে৷ ইতিমধ্যেই নিজেদের এই চার শর্তের কথা উল্লেখ করে মুখ্যসচিবকে পাল্টা ই মেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ যদিও চিকিৎসকদের এই ই মেলের পরিপ্রেক্ষিতে নবান্নের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত জানান হয়নি৷ যে চার শর্তের কথা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে অংশ নিতে দেওয়ার দাবি৷ দ্বিতীয়ত, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ তৃতীয় শর্তে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের তোলা পাঁচ দফা দাবির উপরেই আজকের আলোচনা চালাতে হবে৷ এবং সর্বশেষ শর্ত হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷
Related Posts
৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে ডাক নবান্নের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ই-মেল করে জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন। কিন্তু নবান্নের এই ই-মেলের পাল্টা মেলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই তাঁরা নবান্নে যাবেন। ‘জুনিয়র ডক্টর ফ্রন্ট’-এর তরফে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ৪টে […]
আজ থেকে আংশিকভাবে কাজে যোগ দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা
রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর শনিবার থেকে আংশিকভাবে কাজে ফিরলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ সাধারণ মানুষের কথা ভেবে জরুরি পরিষেবায় ফিরছেন তাঁরা ৷ তবে তাঁদের সমস্ত দাবি পূরণ না হলে ফের কর্মবিরতি শুরু করবেন বলে শুক্রবার সাফ জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা ৷ আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর । সেই দিন পর্যন্তই রাজ্য […]
নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার, ‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদ কর্মসূচী ঘিরে সতর্ক রাজ্য পুলিশ
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্মম অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ৷ এবার সেই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ বুধবার রাতের নিরাপত্তা নিয়ে […]