আলোচনায় রাজি জুনিয়র চিকিৎসকরা, বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে, দেওয়া হল শর্ত!

রাজ্যের মুখ্যসচিব ই মেল করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আজ সন্ধে ছটায় নবান্নে গিয়ে আলোচনায় বসতে অনুরোধ করছিলেন৷ নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিলেন, আলোচনায় তাঁরা যেতে রাজি হলেও তাঁদের চারটি শর্ত মানতে হবে৷ এই শর্তগুলির মধ্যে অন্যতম যে পাঁচ দফা মূল দাবির ভিত্তিতে তাঁরা আন্দোলন চালাচ্ছে, আজকের আলোচনা সেগুলির উপর ভিত্তি করেই হতে হবে৷ পাশাপাশি, তাঁদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বৈঠকে উপস্থিত থাকতে হবে৷ ইতিমধ্যেই নিজেদের এই চার শর্তের কথা উল্লেখ করে মুখ্যসচিবকে পাল্টা ই মেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ যদিও চিকিৎসকদের এই ই মেলের পরিপ্রেক্ষিতে নবান্নের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত জানান হয়নি৷ যে চার শর্তের কথা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে অংশ নিতে দেওয়ার দাবি৷ দ্বিতীয়ত, বৈঠকের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে৷ তৃতীয় শর্তে বলা হয়েছে, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের  তোলা পাঁচ দফা দাবির উপরেই আজকের আলোচনা চালাতে হবে৷ এবং সর্বশেষ শর্ত হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷

error: Content is protected !!