আরজিকর কাণ্ডে এবার দলের হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক । যেভাবে একাধিক অভিনেতা-অভিনেত্রী রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশ্য করেই প্রশ্ন ছুঁড়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক । অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চনের প্রশ্ন, “আমাদের শিল্পী যারা আছেন, তাঁরা যে সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন, সেটা ফেরত দেবেন তো ? বলুন ফেরত দিয়ে দিচ্ছেন ।” এদিন কাঞ্চন বলেন, “আমাদের গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে । কিন্তু অনেকেই শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না ৷ ভালো কথা । যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো ? নাকি নিচ্ছেন না । পুজোর বোনাসটা নেবেন তো ?’’ কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নায় এসে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক আরও জানান, এই জঘন্যতম অপরাধের এমন শাস্তি হোক যেন এমন অপরাধ করার আগে লোকে দশবার ভাবে । কিন্তু এই ঘটনাকে নিয়ে যে আন্দোলন হচ্ছে, তা নিয়ে তাঁর কয়েকটি প্রশ্ন আছে । এদিন কাঞ্চন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্তের কথা । এখন মিছিলের নাম করে অশান্তি-বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে । আচ্ছা এই অশান্তি-বিভ্রান্তি তৈরি করলে কি কালই দোষীর শাস্তি হবে ? নবান্ন অভিযান, লালবাজার অভিযান করে কী লাভ ? লালবাজার কী শাস্তি দেবে ? বলছে নবান্ন চলো । আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে ? শাস্তি হবে । আসলে বিষয়ের অভিমুখকে পাল্টে দেওয়া হচ্ছে । আমরাও শাস্তি চাইছি । দোষীর দ্রুত শাস্তি চাইছি। আমার প্রশ্ন, সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না ? সিবিআই এত দেরি কেন করছে সে প্রশ্ন করা হচ্ছে না । আমরা চাইছি এমন একটা আইন, যে ধর্ষণের শাস্তি হল ফাঁসি ।
Related Posts
ডাক্তারদের কর্মবিরতির জেরে অপারেশন হল না ৪ বছরের অসুস্থ শিশুর
রেটিনার অপারেশন করাতে ভোর থেকে দুপুর দু’টো পর্যন্ত খালি পেটে রাখা হয়েছিল চার বছরের এক শিশুকে। কিন্তু দুপুর গড়ালেও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল না! কাহিল শিশুটির অসহায় বাবা-মা জিজ্ঞেস করলেন, ‘স্যার অপারেশন কখন হবে?’ তাঁদের জানানো হল, ‘আন্দোলনের জন্য সংজ্ঞাহীন করার চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) আসেননি। তাই আজ অপারেশন হবে না!’ তারপর প্রায় কেঁদে ফেলে শিশুটির […]
দিদির ১০ শপথ: বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার, সবার মাথায় ছাদ, ১০ লক্ষের বিমা, মাসে ৫ কেজি চাল, মাসে ১০০০ করে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার
রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল । কলকাতার তৃণমূল ভবনে এই ইস্তেহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মুখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্তেহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ শপথ হিসাবে দেশের মানুষের […]
আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করবে সিবিআই!
সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে এবার বড় পদক্ষেপ করতে চলেছে সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাঁর পলিগ্রাফ টেস্ট করা হতে পারে । সিবিআই পলিগ্রাফ টেস্ট করবে বলে ঠিক করেছে । তবে গোটাটাই হবে দিল্লির থেকে সবুজ সংকেত পাওয়ার পর । সূত্রের খবর, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার আগে […]