প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে এবার কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবার কঙ্গনার সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য হিমাচল প্রদেশের মান্ডিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মোদীকে একটি লাল গোলাপ উপহার দেন কঙ্গনা। মোদীকে লাল গোলাপ দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা। ছবিতে দেখা যাচ্ছে, কঙ্গনার হাত থেকে গোলাপ বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন মোদী। ছবি শেয়ার করে ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘প্রধানমন্ত্রীজি, মান্ডিতে আপনাকে স্বাগতম।’ 

error: Content is protected !!