চাপের মুখে পিছু হটল কর্ণাটক সরকার, চাকরিতে কন্নড়দের সংরক্ষণ বিল আপাতত স্থগিত

চাপের কাছে কার্যত নতিস্বীকার কর্ণাটক সরকারের ৷ বেসরকারি চাকরিতে কন্নড়দের প্রায় ১০০ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করার কয়েক ঘণ্টার মধ্যেই বিলটি সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হল ৷ বুধবার রাতে বিল স্থগিত করা হয়েছে বলে খবর ৷ টুইট করে তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ কর্ণাটকের শিল্প, কারখানা এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে স্থানীয় প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিল মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছিল। এদিন মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “বেসরকারি সংস্থা, শিল্প ও অন্য উদ্যোগে কন্নড়দের জন্য সংরক্ষণের জন্য মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামিদিনে এটি আবারও খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷” এই বিলে বলা হয়েছিল, “রাজ্যের যে কোনও শিল্প, কারখানা বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বিভাগে স্থানীয় প্রার্থীদের ৫০ শতাংশ এবং নন-ম্যানেজমেন্ট বিভাগে 70 শতাংশ নিয়োগ করতে হবে।” আগের দিন, শীর্ষ আইটি শিল্প সংস্থা ন্যাসকম বিলটি নিয়ে নিজেদের গভীর হতাশা এবং উদ্বেগ প্রকাশ করে ৷ একই সঙ্গে এটি প্রত্যাহার করারও দাবি জানায় তারা ৷

error: Content is protected !!