ভারি বৃষ্টির জেরে বিপত্তি মহারাষ্ট্রের একাধিক জেলায়। কোথাও ধস নেমে বন্ধ ট্রেন চলাচল, কোথাও বা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনাগুলো ঘটেছে রত্নগিরি ও রায়গড় জেলায়। সূত্রে খবর, সোমবার রত্নগিরি জেলায় রেললাইনের উপরেই ধস নামে। যার জেরে কঙ্কন রুটের ট্রেন চলাচল ব্যাহত। এখনও পর্যন্ত সাতটি ট্রেন বাতিল করা হয়েছে। পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেললাইনে ধসের পুনে এর্নাকুলাম এক্সপ্রেস, নেত্রবতী এক্সপ্রেস, গান্ধীধাম এক্সপ্রেস, নিজামউদ্দিন এর্নাকুলাম এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। রেললাইনের উপর থেকে পাথর, মাটি সরিয়ে পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকের মধ্যে রেললাইন পরিষ্কারের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে রায়গড় পুলিশ সূত্রে খবর, আজ সকালে আলিবাগ থেকে পানভেল যাওয়ার পথে যাত্রীবাহী একটি সরকারি বাস উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে বাসটি রাস্তার খাদের ধারে উল্টে পড়ে। দুর্ঘটনায় ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Related Posts
মধ্যপ্রদেশের ভোপালের সরকারি স্কুলে একগুচ্ছ শাস্তির অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা
স্কুলের ডিসিপ্লিন ইনচার্জের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের এক সরকারি স্কুলে। সরোজিনী নায়ডু হায়ার সেকেন্ডারি স্কুলে বুধবার রীতিমতো তাণ্ডব চালায় পড়ুয়ারা। ছাত্রীদের অভিযোগ, স্কুলে ঢুকতে সামান্য দেরী হলেও অমানবিক শাস্তির মুখে পড়তে হয় তাদের। দেরী করে আসার মতো সামান্য অপরাধের শাস্তি হিসেবে ছাত্রীদের চড়া রোদে দাঁড় করিয়ে রাখা […]
জম্মু-কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের প্রচারসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
জম্মু ও কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের সমর্থনে প্রচারসভায় গেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেখান থেকেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের আপন করে নেওয়ার বার্তা দিলেন তিনি। তিনি আরও বলেন যে, আমাদের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরিরা বলবেন যে তাঁরা আর পাকিস্তানে থাকতে চাননা। রবিবার রানবনের প্রচারসভা থেকে রাজনাথ বলেন, “জম্মু ও কাশ্মীরে […]
বন্যায় বিপর্যস্ত অসম, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪৬
বন্যায় বিপর্যস্ত অসমে স্বাভাবিক জনজীবন । ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬। তিনজন নিখোঁজ রয়েছেন বলে খবর। রাজ্যজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে […]