তামিলনাড়ুতে ভুয়ো এনসিসি ক্যাম্পে ১৩ জন স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১১

তামিলনাড়ুতে ১৩ টি স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ সামনে এল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে। পুলিশ জানিয়েছে সেখানে একটি ভুয়ো এনসিসি ক্যাম্প চলছিল। এরপরই এই অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্কুলের প্রিন্সিপল সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত থেকে জানা গিয়েছে একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল গিয়ে এই এনসিসি ক্যাম্পটির আয়োজন করে। সেখানে স্কুলের ৪১ জন পড়ুয়া যায়। তাঁদের মধ্যে ১৭ জন ছাত্রী ছিল। তিনদিনের এই এনসিসি ক্যাম্পটি সদ্য শুরু হয়েছিল। ছাত্রীদের জন্য স্কুলের একতলায় থাকার ব্যবস্থা করা হয়। অন্যদিকে নিচের তলায় থাকার ব্যবস্থা ছিল ছাত্রদের। ক্যাম্পে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই স্কুলের ছাত্রীরা অভিযোগ করে তাঁদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। আরও অভিযোগ ওঠে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও পুলিশকে জানাতে চাননি। তারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখানে একটি ভুয়ো ক্যাম্প চলছিল বলেও জানতে পারে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পসকো আইনে জারি হয়েছে মামলা। স্কুলের ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-মৃত্যুর অভিযোগের জেরে এখন উত্তাল গোটা দেশ। সেখানে ফের এই ধরণের ঘটনা ফের একবার নতুন করে আগুনে ঘি দিল।  

error: Content is protected !!