তামিলনাড়ুতে ১৩ টি স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ সামনে এল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে। পুলিশ জানিয়েছে সেখানে একটি ভুয়ো এনসিসি ক্যাম্প চলছিল। এরপরই এই অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্কুলের প্রিন্সিপল সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত থেকে জানা গিয়েছে একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল গিয়ে এই এনসিসি ক্যাম্পটির আয়োজন করে। সেখানে স্কুলের ৪১ জন পড়ুয়া যায়। তাঁদের মধ্যে ১৭ জন ছাত্রী ছিল। তিনদিনের এই এনসিসি ক্যাম্পটি সদ্য শুরু হয়েছিল। ছাত্রীদের জন্য স্কুলের একতলায় থাকার ব্যবস্থা করা হয়। অন্যদিকে নিচের তলায় থাকার ব্যবস্থা ছিল ছাত্রদের। ক্যাম্পে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই স্কুলের ছাত্রীরা অভিযোগ করে তাঁদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। আরও অভিযোগ ওঠে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও পুলিশকে জানাতে চাননি। তারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখানে একটি ভুয়ো ক্যাম্প চলছিল বলেও জানতে পারে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পসকো আইনে জারি হয়েছে মামলা। স্কুলের ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-মৃত্যুর অভিযোগের জেরে এখন উত্তাল গোটা দেশ। সেখানে ফের এই ধরণের ঘটনা ফের একবার নতুন করে আগুনে ঘি দিল।
Related Posts
প্রয়াত বিএসপি নেতা আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
প্রয়াত বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি দিলেন দোষীদের উপযুক্ত শাস্তির। স্ট্যালিনের আগে পুলিশ কমিশনার সন্দীপ রাই রাঠোর দেখা করেন আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে। বিপক্ষ দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। এদিন দেখা করার পর স্ট্যালিং লেখেন, দোষীরা উপযুক্ত […]
এবার দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন, দাঁড়িয়ে পড়ল ট্রেন
এবার দুরন্ত এক্সপ্রেসের একটি বগির নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পনে যাত্রীদের মধ্যে। আজ, সোমবার সকালে রাজবাঁধ স্টেশনের কাছে এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। ট্রেনের চাকায় আগুন লাগার জেরেই ধোঁয়া বের হয়েছে বলে রেল সূত্রে খবর। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘনা দুর্ঘটনা এবং ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় মানুষ এমনিতেই আতঙ্কে রয়েছে। […]
বন্যা বিধ্বস্ত অসমে রাহুল, ঘুরে দেখলেন ত্রাণ শিবির
সোমবার সকালে বন্যা বিপর্যস্ত অসম ঘুরে দেখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সিলচর নেমেই পৌঁছে যান ত্রাণ শিবিরে। সেখানে দুর্গতদের সঙ্গে দেখা করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে এই প্রথম উত্তর পূর্ব সফরে গেছেন তিনি। রবিবার অসমে আরও আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল ধুবড়ি এবং নলবাড়ি থেকে দুইজন করে এবং কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর থেকে একজন […]