সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। ঘটনার জেরে ঘণ্টাখানেকেরও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল ৭টা ১০ নাগাদ শেওড়াফুলি থেকে লিলুয়া কারশেডে একটি খালি লোকাল ট্রেন নিয়ে আসা হচ্ছিল। সেই সময়ই লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির একটি কামরার চাকা পিছলে যায় ট্র্যাক থেকে। যার জেরে কামরাটি বেলাইন হয়ে যায়। যার জেরে হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ডাউন লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত কামরাকে তোলার কাজ শুরু হয়। শেষে সকাল ৮টা ১৮ নাগাদ ডাউন মেইন লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ওদিকে আপ মেইন লাইনের ট্রেন কর্ড দিয়ে ঘুরিয়ে বেলুড়ে এসে মেইন লাইনে তোলা হয়।
Related Posts
‘রামনবমীকে রুখে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে তৃণমূল’, বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির
ভোট প্রচারে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বাংলার বালুরঘাটে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় তিনি রাজ্যের টিএমসি সরকারের সমালোচনা করেন। মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়ার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছিলেন যে মমতা সরকার অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেয় কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে, যা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়। তিনি বলেন, দেশে […]
এবার বেলদায় মালগাড়িতে আগুন
বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক […]
দফায় দফায় বিক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, উঠল ‘গো ব্যাক’ স্লোগান
ভোটের দিন বেরিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে৷ উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ দেখানো হল কালো পতাকাও৷ এমনকি, মহিলাদের বিক্ষোভের মুখেও পড়েন অর্জুন৷ স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন অর্জুন সিং৷ অভিযোগ, তার আগেই এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছিলেন তিনি৷ কিন্তু, অর্জুন সিং এলাকায় পৌঁছতেই […]