দক্ষিণবঙ্গে আরও জোরালও হচ্ছে বৃষ্টি পরিস্থিতি ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে আগামী 48 ঘণ্টায় ৷ তার জেরেই আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে থাকার কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।”শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে । শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে । রবিবার সেভাবে বৃষ্টি না-হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু’একটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে । আগামিকাল দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
Related Posts
‘আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, ৩৫৬ ধারা চাই,’ বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করতে এবার জোর কদমে ময়দানে নামল বিজেপি। এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে নবান্ন, রাজভবন ও স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন তিনি। […]
এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে, আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না, বার্তা সুপ্রিমকোর্টের!
আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা […]
আরজি কর কাণ্ডে ৩ চিকিৎসককে তলব করল সিবিআই
একদিকে যখন আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বাড়ি গেল সিবিআই তদন্তকারী দল, ঠিক সেই সময়ই ওই ঘটনার তদন্তে সিবিআই আরও ৩ চিকিৎসক তলব করল । সূত্রের খবর, অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ, এক মহিলা চিকিৎসক, চেস্ট মেডিসিনের প্রধানকে ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকেরা।শুধু তাই […]