স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান মুখ্যমন্ত্রী। গতকালের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘কাদের উপর রাগ’ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম-রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে এলেও আপাতত তিনি রাজভবনের উত্তর গেট লাগোয়া বারান্দাতেই বসে রয়েছেন। টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান। সূত্রের খবর রাজভবনের টি পার্টিতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়নি কলকাতা পৌরসভার মেয়রকেও। যদিও মুখ্যমন্ত্রী দু’জনকে নিয়েই রাজভবনের ভেতরে ঢুকেছেন। তা নিয়েই কার্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজভবনের ভিতরে অনেকেই আসেন, অনেকেই আমন্ত্রিত। তাই আমি টিম নিয়ে আসবো, আমার একা আসতে সমস্যা আছে। বলেছিলাম আমি। বাংলার মাটিটা সংস্কৃতি এর এটা মনে রাখতে হবে।’’ রাজভবনের বাইরেই তিনি জানালেন, ‘‘রাজভবনের ভেতরে এক ফোটা জলও আমি মুখে দিইনি।’’ বুধবার রাতে আরজি করে ঘটে যাওয়া তাণ্ডবলীলা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দুষলেন অন্য রাজনৈতিক দলগুলিকেই। তাঁর কথায়, ‘‘ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন। ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়? পুলিশ পুলিশের কথা বলবে আমি বলা শোভা পায় না। যার কাজ সে করবে। আমার ডিসি খুব অসুস্থ। সারা গায়ে রক্ত। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। মাথায় লেগেছে। ১৫ জন পুলিশ কর্মী আহত। ছাত্র-ছাত্রীরা ভাল। আমি ওদের সমর্থন করি। ওদের উপর আমার কোন রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, বাম ও রাম একত্রিত হয়ে গন্ডগোল করেছে। ছাত্রদের কোনও দোষ নেই। পুলিশ যখন ইনকোয়ারি করছিল কিছু লিক হয়নি। মৃত্যু টা সমবেদনাদায়ক। এটা একটা সামাজিক ব্যাধি। কাল উত্তর প্রদেশে ও এক ঘটনা ঘটেছে। একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও। প্রকৃত দোষী যেন শাস্তি পায়। নিরাপরাধ যেন শাস্তি না পায়।’’
Related Posts
এবার শ্লীলতাহানির শিকার তরুণী নার্স, সিসিটিভির সূত্রে ধরে গ্রেফতার যুবক
রাজারহাট নিউ টাউনে সোমবার ভর সন্ধ্যেয় এক নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল এবার। এ ব্যাপারে ওই তরুণী বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত আজিজ মোল্লার বাড়ি পাথরঘাটা এলাকায়। ধৃতকে মঙ্গলবার বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্য়ায় নিউ টাউন […]
ফলাফলের আগে বিরোধীদের মনোবল ভাঙতে তৈরি চিত্রনাট্য, এক্সিট পোল বিজেপির ভাঁওতা: মুখ্যমন্ত্রী
কেন্দ্রে বিজেপি ৩৫০ পার! বাংলাতেও নাকি ২০-২৩টি আসন পেতে পারে তারা। দীর্ঘ আড়াই মাসের ভোট পর্ব শেষ হওয়ামাত্র ঝাঁপিয়ে পড়েছে সমীক্ষক সংস্থাগুলি। যাবতীয় এক্সিট পোলের রায়ে দেখা যাচ্ছে মোদিঝড়। আর সেই সব দেখেই গর্জে উঠেছে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো […]
সাতসকালে হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে বিপত্তি, দুমড়ে-মুচড়ে গেল ট্যাক্সি, আহত ১
কলকাতায় সকালেই বিপত্তি। হরিশ মুখার্জি রোডে একটি গাছ আচমকাই ভেঙে পড়ে। সেই গাছের আঘাতে আহত হয়েছেন এক জন সাইকেল আরোহী। পাশাপাশি, রাস্তার উপর দাঁড় করানো একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের রাস্তার ধারের একটি বড় গাছ আচমকাই ভেঙে পড়ে। সে সময় ওই রাস্তা দিয়ে সাইকেলে চেপে […]