প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মানু ভাকের। গোটা দেশ তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। পদক জয়ী মানুকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরেকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক জিতে সাফল্য দিতে পেরেছেন তিনি। দেশের জন্য এটি গর্বের মুহূর্ত।’ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে হরিয়ানার মেয়ের কাছ থেকে পদকের আশা ছিল প্রথম থেকেই। মাত্র ০.১ পয়েন্টের জন্য তাঁর রুপোর পদক হাতছাড়া হয়। দেশের জন্য ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন তিনি। এই ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ছিল ২৪৩.২। রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার শুটার কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মানুর স্কোর ছিল ২২১.৭। মহিলা শুটার হিসেবে দেশের জন্য প্রথম পদক আনলেন মানু। প্রথম স্টেজের পর সোনা জয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিলেন মানু। তবে, দাঁতে দাঁত চেপে দ্বিতীয় স্টেজে লড়াই চালিয়ে যান মানু। দ্বিতীয় স্টেজে ভাল পারফর্ম করে ব্রোঞ্জ পদক নিয়ে আসেন দেশের জন্য। শুটিং-এ অনেকদিন বাদেই পদক পেল ভারত। পরপর দুটি অলিম্পিক্সে পদক আসেনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষ বার গগন নারাং পদক জিতেছিলেন।
Related Posts
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে কলকাতা নাইট রাইডার্সকে হারালো পঞ্জাব কিংস
কলকাতা নাইট রাইডার্স: ২৬১/৬ (সল্ট ৭৫, নারিন, ৭১, অর্শদীপ ৪৫/২)পাঞ্জাব কিংস: ২৬২/২ (বেয়ারস্টো ১০৮, শশাঙ্ক ৬৮, নারিন ২৪/১) ৮ উইকেটে জয়ী পঞ্জাব কিংস ইতিহাসের পাতায় উঠে গেল কলকাতা-পাঞ্জাব যুদ্ধ। আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড তৈরি করল পাঞ্জাব। ইডেনে স্যাম কুরানরা জিতল ৮ উইকেটে। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুরান। সাধারণত ইডেনে রান […]
১০ উইকেটে রেকর্ড জয় সানরাইজার্স হায়দরাবাদের
লখনউ সুপার জায়ান্টস: ১৬৫/৮ (বাদোনি ৫৫, পুরান ৪৮, ভুবনেশ্বর ২/১২) সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৭/০ (হেড ৮৯, অভিষেক ৭৫), ১০ উইকেটে জয়ী হায়দরাবাদ। হায়দরাবাদের কাছে কার্যত উড়ে গেল লখনউ। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক রাহুল। কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে দলের ইনিংস। কুইন্টন ডি’কক, মার্কাস স্টয়নিস দ্রুত আউট হয়ে যান। পরের দিক আয়ুষ […]
জমি নিয়ে বচসা, উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা গেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী
পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের […]