মঙ্গলবার সকালে এক যুবতীকে তাঁর প্রেমিক নির্মমভাবে হত্যা করে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে প্রকাশ্য় রাস্তার মাঝখানে। ২৯ বছরের আততায়ী ভিকটিমের মাথা এবং বুকে ক্রমাগত আঘাত করে গিয়েছে। জানা গিয়েছে, হামলার পিছনে উদ্দেশ্য ছিল দুই বছরের সম্পর্কের পর সাম্প্রতিক ব্রেকআপ।সাংঘাতিক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় যুবতী নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পাশে অভিযুক্ত স্প্যানার (রেঞ্জ) হাতে দাঁড়িয়ে আছে। যুবতীকে আবার আক্রমণ করার আগে তাকে বলতে শোনা যায়, ‘কেন করলে, কেন আমার সঙ্গে এরকম করলে।’ এর থেকে বেশি তাজ্জব করা বিষয় হল, ঘটনাটির সময় রাস্তায় বেশ কয়েকজন পথচারী উপস্থিত ছিল। কিন্তু তা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। এবং আক্রমণ বন্ধ করার সাহস করেনি। শুধু তাই নয়, অনেকেই ঘটনাটির ভিডিও করতে দেখা গিয়েছে। বাকি অন্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা গিয়েছে কারণ অভিযুক্ত বারবার যুবতীকে আক্রমণ করতে থাকে। দুর্ভাগ্যবশত, একাধিক বার আক্রমণের ফলে সেখানে রক্তগঙ্গা বয়ে যায়।
Related Posts
জম্মু-কাশ্মীরে বাদগামে খাদে পড়ল জওয়ানদের বাস, মৃত ৪, আহত ৯
জম্মু-কাশ্মীররের বাদগামে বিএসএফ জওয়ান বোঝাই বাস গিরিখাতে পড়ে মারা গেলেন চার জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন জওয়ান। শুক্রবার, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সূত্রে খবর, জম্মু – কাশ্মীরে আগামী দ্বিতীয় দফার নির্বাচনের জন্য একটি বাস বাদগামের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওয়াটারহালের ব্রেলের কাছে চাকা পিছলে যায় ফলে রাস্তা থেকে সরাসরি […]
বিহার সফরের দ্বিতীয় দিনে পাটনার গুরুদ্বারে প্রধানমন্ত্রী মোদি
সোমবার বিহার সফরের দ্বিতীয় দিনে, পাটনার শ্রী হরমন্দির সাহিব গুরুদ্বারে আসেন প্রধানমন্ত্রী মোদি। গুরুদ্বারে এসে প্রধানমন্ত্রী মোদি প্রার্থনা করেন এবং লঙ্গরে খাবার খান। এই সময় প্রধানমন্ত্রী মোদিকে গুরুদুয়ারা পাটনা সাহেবে লঙ্গর পরিবেশন করতে দেখা গেছে। এর পরে, প্রধানমন্ত্রী লঙ্গারের সারিতে বসা লোকদের জন্য রোটি তৈরি করেন এবং খাবার পরিবেশন করেন। প্রায় ২০ মিনিট গুরুদ্বারে ছিলেন […]
মুম্বই হোর্ডিং বিপর্যয়, গ্রেফতার মূল অভিযুক্ত
ঝড়ে হোর্ডিং ভেঙে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ভাবেশ ভিন্ডেকে গ্রেফতার করল পুলিশ । ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না । শেষমেশ বৃহস্পতিবার উদয়পুরের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পরই অনিচ্ছাকৃত হত্যা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের হওয়ার পর […]