মুম্বইয়ে ভিড় রাস্তায় প্রেমিকাকে স্প্যানার দিয়ে পিটিয়ে খুন করল যুবক

মঙ্গলবার সকালে এক যুবতীকে তাঁর প্রেমিক নির্মমভাবে হত্যা করে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে প্রকাশ্য় রাস্তার মাঝখানে। ২৯ বছরের আততায়ী ভিকটিমের মাথা এবং বুকে ক্রমাগত আঘাত করে গিয়েছে। জানা গিয়েছে, হামলার পিছনে উদ্দেশ্য ছিল দুই বছরের সম্পর্কের পর সাম্প্রতিক ব্রেকআপ।সাংঘাতিক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় যুবতী নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পাশে অভিযুক্ত স্প্যানার (রেঞ্জ) হাতে দাঁড়িয়ে আছে। যুবতীকে আবার আক্রমণ করার আগে তাকে বলতে শোনা যায়, ‘কেন করলে, কেন আমার সঙ্গে এরকম করলে।’ এর থেকে বেশি তাজ্জব করা বিষয় হল, ঘটনাটির সময় রাস্তায় বেশ কয়েকজন পথচারী উপস্থিত ছিল। কিন্তু তা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। এবং আক্রমণ বন্ধ করার সাহস করেনি। শুধু তাই নয়, অনেকেই ঘটনাটির ভিডিও করতে দেখা গিয়েছে। বাকি অন্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা গিয়েছে কারণ অভিযুক্ত বারবার যুবতীকে আক্রমণ করতে থাকে। দুর্ভাগ্যবশত, একাধিক বার আক্রমণের ফলে সেখানে রক্তগঙ্গা বয়ে যায়।

error: Content is protected !!