বিজেপি শাসিত রাজ্য মণিপুরে বাস ভর্তি জওয়ানদের পুড়িয়ে মারার ছক কষা হল। বাসটি সিআরপিএফ রক্ষীদের নিয়ে যাওয়ার সময় হামলা হয়। বাসটিকে ঘিরে তাতে আগুন ধরানো হয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আলোড়ন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আবার নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি। সিআরপিএফের এই বাস জ্বালিয়ে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি। কেউ আহত হননি বলে খবর। কিন্তু এই ঘটনা কারা ঘটাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এবার মণিপুর ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নয়াদিল্লিতে অফিসারদের সঙ্গে এই বৈঠকে হিংসায় যারা মদত দিচ্ছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মেইতেই এবং কুকি—দুই সম্প্রদায়ের সঙ্গেই খুব শীঘ্রই বৈঠক করবেন তিনি। আর তার মধ্যেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। জাতিগত সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। তার মধ্যে মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি সে রাজ্যের সরকারের নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাসে এই হামলার ঘটনা ঘটেছে সংঘর্ষ কবলিত কাংপোকপি এলাকায়।
Related Posts
মুম্বই বিমানবন্দরে গত ১২ দিনে ২০ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ৪.৯৮ কেজি মাদক বাজেয়াপ্ত, গ্রেফতার ৭
গত ১৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত মুম্বই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকার সোনা। জানা যাচ্ছে, এই ১২ দিনে মুম্বই কাস্টমস মোট ২০.১৮ কেজি সোনা উদ্ধার করেছে। যার বাজারমূল্য ১৩.১১ কোটি টাকা। এছাড়া ৪.৯৮ কেজি গাঁজা ও ৯৬ কোটি টাকার ফরেক্স উদ্ধার করা হয়েছে। কাস্টমস সূত্রে খবর, মোট ৩৯টি কেসে এই পরিমাণে সোনা, টাকা ও মাদক […]
বিশ্বাসঘাতকতার বদলা! মহারাষ্ট্রে বিজেপি শিণ্ডের এনডিএ-কে ছাপিয়ে গেল এনসিপি-উদ্ধবের ইন্ডিয়া!
উত্তরপ্রদেশ ৮০টি আসন ৷ তারপরেই মহারাষ্ট্রের ৪৮৷ জাতীয় রাজনীতি বিজেপির ‘৪০০ পাড়ের’ স্বপ্নপূরণে তাই মহারাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বোধহয় উদ্ধব ঠাকরেদের ‘বিশ্বাসঘাতকতা’র বদলা নিল মহারাষ্ট্রবাসীরা৷ শুধুমাত্র ভাল ফলাফলই নয়, বিজেপির চেয়ে এগিয়ে গেল ইন্ডিয়া জোট৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপির ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩১টি […]
জি-৭ বৈঠকে যোগ দিতে ইটালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি
তৃতীয় দফায় নিজের প্রধানমন্ত্রিত্বে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলির সঙ্গে। জি-৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার চব্বিশ ঘণ্টার সফরে তিনি যাচ্ছেন ইটালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর।আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে ‘নতুন ঠান্ডা […]